এহ্‌ইয়াউস সুনান: সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদ‘আতের বিসর্জন ডাউনলোড

সুন্নাতকে অধ্যয়ন করতে গিয়ে সমাজের অনেক কিছুই ‘খেলাফে-সুন্নাত’ বা সুন্নাতের ব্যতিক্রম হিসাবে দেখতে পেয়েছি। এ সকল আলোচনায় হয়তো অনেকের মতের বিরোধিতা করে ফেলেছি। অনেক বরেণ্য আলেমের মতের সাথে একমত হতে পারিনি। অনেক বিষয় আমি ‘খেলাফে-সুন্নাত’ বলে বুঝতে পেরেছি এবং এ বইয়ে লিখেছি, যেগুলি এড়িয়ে যেতেই আমার মন চেয়েছে। কারণ আমার সবচেয়ে আপন জনেরা, সম্মানিত ও ভালবাসার মানুষেরা, যাঁদের ভালবাসা আমি নাজাতের ওসীলা মনে করি এমন অনেক বুজুর্গ এসকল ‘খেলাফে- সুন্নাত’ কর্ম বা রীতি অবলম্বন করে চলেছেন।

এ সকল কাজকে ‘খেলাফে-সুন্নাত’ বলতে কষ্ট লেগেছে। ভেবেছি চুপ করে যাই। অন্য বিষয়ে বলি। কিন্তু শেষ পর্যন্ত মনে হলো, কথা বলা দরকার। সুন্নাতের কথা বললেই তাঁদের সঠিক অর্থে ভালবাসা হবে। তাঁরা আজীবন যে কাজ করেছেন, করতে আমাদের শিখিয়েছেন সেই কাজেই আঞ্জাম দেওয়া হবে।

 


কোনো কাজ বা রীতিকে খেলাফে-সুন্নাত বলার অর্থ যারা এ কাজ বা রীতি পালন করেছেন তাদের সমালোচনা করা বা অবমূল্যায়ন করা নয়, কখনোই নয়। ইসলামের আলোকজ্জ্বল ইতিহাস আলোচনা করলে আমরা দেখতে পাব যে, সাহাবীগণ থেকে শুরু করে সকল যুগের সকল আলেম, মাশায়েখ, বুজুর্গ, সমাজ সংস্কারক, সূফী, দার্শনিক, এক কথায় সকল ইসলামী ব্যক্তিত্বের উদ্দেশ্য ছিল সুন্নাতের অনুসরণ ও সুন্নাতের প্রসার। সবাই একমত যে, একমাত্র সুন্নাতের অনুসরণের মধ্যেই বয়েছে সকল বেলায়াত ও সকল কামালাত।
#বইঃ_এহইয়াউস_সুনান
#লেখকঃ প্রফেসর ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

DOWNLOAD

Link1

link2

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 skybet88 slot gacor skybet88 skybet88