প্রত্যেক সালাতের পর ১০মিনিটের আমল
কাজ, পড়াশুনা, নানান ব্যস্ততায় দ্বীনের চর্চা করতে যারা সময় করে উঠতে পারছেন না। চেষ্টা করতে পারেন, প্রতি সালাতের পরে ৫-১০মিনিট সময় দেবার। তবে মনে রাখতে হবে। শয়তান আপনাকে এইটুকু সময় দেয়ার বিষয়েও বস্ততা অনুভব করাবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট… নিয়মিত করা হয়, এমন আমলই আল্লাহর পছন্দ। তাই কিছু না পারলেও, এমন একটি ছোট্ট কাজ নিদিষ্টি করুন, যেটা আপনি অভ্যাসে রূপ দিতে পারেন। আল্লাহ সে আমলকে ভালবাসবেন, হয়ত আপনার নাজাতের উয়াসিলা হতে পারে সে ছোট আমলটি…
এটির পিডিএড ডাউনলোড করতে ক্লিক করুন।