আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল- বদর এর জীবনী
নাম ও জন্ম পরিচয়: তাঁর নাম আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল- বদর। তিনি সৌদিআরবের জুলফি প্রদেশে ২২ জিলক্বদ ১৩৮২ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক এবং তিনি মাসজিদে নববীতে নিয়মিত দারস প্রদান করে থাকেন। তিনি আক্বীদাহ বিষয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
তাঁর পিতৃ পরিচয়: আব্দুর রাযযাক আল-বদর সৌদিআরবের মদীনার বিখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ হাফিযাহুল্লাহ এর সন্তান। তাঁর পিতা ১৩৫৩ হিজরিতে রিয়াদের জুলফিতে জন্মগ্রহণ করেন। তিনি ‘ইমাম মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়’ পড়াশোনা করেন। অতঃপর তিনি ১৩৮১ সালে ‘মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে’ শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি মাসজিদে নববীতে ১৪০৬ সালে প্রথম দারস দেওয়া শুরু করেন এবং ধারাবাহিকভাবে কুতুবুস সিত্তাহ এর দারস শেষ করেছেন। এভাবে আলফিয়া সুয়ূতী, মুকাদ্দামা ইবনে আবী যায়েদ আল-কায়রাওয়ানী ও বুলুগুল মারাম ইত্যাদির দারস দিয়ে থাকেন। তিনি প্রায় বিশ এর উর্দ্ধে বই লিখেছেন। আল্লাহ তাআলা শায়খকে উত্তম জাযা দান করুন ও সুস্থ রাখুন।
তাঁর শিক্ষকমণ্ডলী: তিনি যে সকল শিক্ষকগণের নিকট থেকে জ্ঞানার্জন করেন। তাদের উল্লেখযোগ্য:
১. তাঁর পিতা শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ হাফিযাহুল্লাহ
২. আল্লামা শায়খ বিন বায রহিমাহুল্লাহ
৩. আল্লামা শায়খ ইবনে উসাইমীন রহিমাহুল্লাহ
৪. আল্লামা নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ
৫. শায়খ আলী নাসির ফাক্বীহি হাফিযাহুল্লাহ
তাঁর লিখিত গ্রন্থাবলী:
১. ফিকহুল আদ’ইয়্যাহ ওয়াল আযকার
২. আল-হাজ্জ ওয়া তাহযীবুন নুফুস
৩. শারহু হাইয়াতি আবী দাউদ
৪. আযকারুত ত্বহারাত ওয়াস সলাহ
৫. আত-তাবঈন লিদা—ওয়াতিল মারযা ওয়াল মুসাবীন
৬. আল-ক্বাওলুস সাদীদ ফির রাদ্দি আলা মান আনকারা তাকসিমাত তাওহীদ
এছাড়াও তিনি আরো বহু গ্রন্থ রচনা ও সংকলন করেছেন।
Collected.