কতিপয় গুরুত্বপূর্ণ উক্তি
কতিপয় গুরুত্বপূর্ণ উক্তিঃ
* সত্য কথা বলতে না পারলেও বাতিলপন্থিদের কথায় হাত-তালি দিও না।
*তোমার প্রতি কারো হিংসা -বিদ্বেষ ও সমালোচনা নেই, তবে জেনে রেখো তুমি একজন ব্যর্থ মানুষ।
* মানুষের ষড়যন্ত্রে বিচলিত হয়ো না, বড়জোর তারা তোমার সম্পর্কে আল্লাহর ইচ্ছা ই বাস্তবায়ন করতে পারে।
* আল্লাহর রাজত্বে কেবল আল্লাহর ইচ্ছারই প্রতিফলন ঘটে।
*আল্লাহ তোমাকে কিছু দিবেন এ জন্য তাঁর ইবাদত করো না, বরং তিনি তোমার উপর সন্তুষ্ট হবেন এ আশায় তাঁর ইবাদত কর, দেখবে তাঁর দান ও দয়ায় তুমি বিমোহিত।
*যখন কোন মুসলিম দেশে ফকির- মিসকিন দেখবে, বুঝে নিও কোন বিত্তবান তার সম্পদ চুরি করেছে।
* যার বাপ বেঁচে আছেন, সাধারণত তার কোন চিন্তা নেই, তাহলে যার এমন এক রব আছেন যিনি চিরঞ্জীব, তবে তার কেন দুশ্চিন্তা হবে?
– শাইখ শা’রাভী