বই: আল্লাহর ভালবাসা অর্জনের ১০টি উপায়
মহব্বত বা ভালোবাসা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত একটি বিষয়। ভালোবাসার জন্য দুনিয়াতে মানুষ কত যে কষ্ট সহ্য করে তার কোন ইয়ত্তা নেই।
কিন্তু আমরা কি ভেবে দেখেছি, আমরা আল্লাহ তায়ালা কে কতটুকু ভালোবাসি? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসি?
সহীহ মুসলিমে আনাস বিন মালিক (রাযিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে হাদী স বর্নিত আছে যে, তিনি বলেন, আমি আল্লাহ, তার রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও আবু বকর (রাযিয়াল্লাহু তা’আলা আনহু)কে ভালোবাসি। তাই আশা পোষণ করি যে আমি তাদের সাথে থাকবো যদিও তাদের সমতুল্য আমল করিনি।
হে মুসলিম ভাই ও বোন আমাদেরকে ভালবাসতে হবে আল্লাহ তার রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও সাহাবায়ে কেরামদেরকে (রাযিয়াল্লাহু তা’আলা আনহুমা) । আর এই ভালোবাসা অর্জনের জন্য আমাদেরকে কি কাজ করতে হবে অত্যন্ত সুন্দরভাবে ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) তার প্রসিদ্ধ গ্রন্থ ‘মাদারিজুস সালিকীন’ এ উল্লেখ করেছেন।
বইটিতে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহকারে এমন দশটি উপায় বর্ণিত হয়েছে যা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হতে সাহায্য করবে।
এক নজরে বইটি :
আল্লাহর ভালোবাসা অর্জনের ১০ উপায়
মূল রচনা : ইমাম ইবনুল কাইয়্যিম
সংকলনে: খালিদ আল ফুরায়েজ
অনুবাদ : মুহাম্মদ ইসহাক আহমাদ
পৃষ্ঠা :
সাইজ:
ডাউনলোড :