ইসলামী বই : শিরকের বেড়াজালে উম্মত বেসামাল

মানুষের কৃতকর্মের দরুন জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। ফলে এ পৃথিবীতে বসবাসকারী মানুষের সমস্যা-সংকট বাড়ছে হু হু করে। হতাশা বাড়ছে মানুষের প্রতিনিয়ত। হতাশ মানুষেরা আর কোন পথ না পেয়ে ভাগ্যের উপর সঁপে দিচ্ছেন নিজেকে; নয়ত পীর, ফকীর, দরবেশ ও জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করছেন। সহজে হাতে পাওয়া তথা অতি আকাঙক্ষা বুকে পোষা মানুষও এ-সব মতলবী মানুষের নিকট ধর্ণা দিয়ে মহা-মূল্যবান ঈমান, আক্বীদা, অর্থ-সম্পদ এমনকি কোন কোন ক্ষেত্রে প্রাণ হারিয়ে সর্বস্বান্ত হয়ে আবারও হতাশায় তলিয়ে যাচ্ছেন।

এক আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না রাখা সমাজের শিক্ষিত, অশিক্ষিত, অসহায় ও গরীব তথা সর্বস্তরের মানুষই কুসংস্কার ও অন্ধবিশ্বাসের নাগপাশে বন্দী। এ শ্রেণীর মানুষ ঈমান-আক্বীদা বিধ্বংসী তথাকথিত অলৌকিক বিষয়গুলোর ওপর বিশ্বাস করে চলেছেন। মূলত আমাদের গ্রামীণ সাধারণ মানুষ ও শহুরে আধুনিক সমাজে শিরক-বিদআতযুক্ত কুসংস্কার, আচার, প্রথা ও ধর্মীয় গোড়ামীর রয়েছে ব্যপক প্রভাব।

এ বইটিতে আমাদের মুসলিম সমাজে প্রচলিত নানা চেহারার, নানা চরিত্রের ধর্মীয় শিরক ও কুসংস্কারজনিত শিরকগুলো নিয়ে বাস্তবসম্মত আলোচনা স্থান পেয়েছে। গল্পের অবয়ব বানিয়েও বলা হয়েছে। অসংখ্য অন্ধবিশ্বাসের মধ্যে কয়েকটি বিষয় এখানে উল্লিখিত হয়েছে। কিছুটা হলেও এ বইটি আমাদের গ্রাম ও শহুরে জীবনে ব্যপকভাবে প্রচলিত শিরকগুলো বাতিল করে মানব সমাজকে ওহীর সত্যের দিকে ধাবিত করতে সহায়ক হতে পারে। এ বইটি ইসলামের প্রকৃত সত্য গ্রহণে চোখ খুলে দেবার কাজ করবে বলে আশা রাখি।

Shirker Berajale Ummot Besamal

বই: শির্কের বেড়াজাল, উম্মত বেসামাল

লেখিকা: নূরজাহান বিনতে আব্দুল মজীদ (রুকু)

প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স

পৃষ্ঠা সংখ্যা: ২৫৪

ফাইল সাইজ: ৯.৪৩ মেগাবাইট

ডাউনলোড

সূত্র:

 

এ সম্পর্কিত আরও পোস্ট

২টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot gacor skybet88 slot online skybet88 skybet88 skybet88 slot gacor skybet88 slot bonus new member skybet88 skybet88 skybet88 slot shopeepay slot gacor skybet88 demo slot skybet88 skybet88 skybet88 skybet88