ইসলামী বই : বর্ষবরণ ঈমানহরণ
উৎসব মানুষের প্রাণের চাহিদা, আনন্দের খোরাক, ক্লেশ-ক্লান্তি ভোলার উপায়, আমেজে ডুব দিয়ে মনকে সজীব করার মাধ্যম। সে দৃষ্টিকোণ থেকে ইসলাম মানুষের জন্য সার্বজনীন উৎসবের ব্যবস্থা করেছে দুই ঈদ প্রবর্তনের মাধ্যমে। এ তো শুধু উৎসব নয়; বরং দুই ঈদকে যারা সুন্নাহ ভিত্তিক উদযাপন করতে পেরেছেন, তারাই উপলব্ধি করেছেন এলাহী উৎসবের শীতলতা কত বেশী! কত প্রশান্তিদায়ক অথচ হালে দেখা যায়, উৎসব মানে বাদ্য-বাজনার আবশ্যিক ব্যবহার, প্রায় নগ্ন নারীর বাধাহীন মিশ্রণ, তরুণ-তরুণীর বেসামাল কীর্তিকলাপ, উচ্চশব্দে ইবলীসের হাসি ও জম্পেশ আড্ডা ইত্যাদি। এসব ব্যতীত যেন উৎসব অচল, নিরস ও প্রাণহীন। পহেলা বৈশাখ!
লোকে বলে, এটা নাকি একমাত্র অসাম্প্রদায়িক মহোৎসব। যেখানে নেই কোন ধর্মের ভেদ, নেই জাতির। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মেলবন্ধন। সাম্যবাণী বৈকি! এরা অসাম্প্রদায়িক শব্দটি দিয়ে কী বুঝাতে চায়? এরা চায় সকল ধর্মের সাথে মিলেমিশে খিচুড়ী মার্কা একটা উৎসবের। যে উৎসব সকলের মধ্যকার ছেদ-পার্থক্য দূর করে একাকার করে দিবে। ভেঙ্গে দিবে ধর্মের প্রাচীর। আসুন! ঘেটে দেখা যাক, বর্ষবরণের এমন উৎসবে মেতে উঠা সঙ্গত কি-না?
এ বিষয়ে ছোট অথচ পূর্ণাঙ্গ বই।
এক নজরে বইটি :
বর্ষবরণ ঈমানহরণ
রচনায় : শরীফা খাতুন।
প্রকাশনায় : হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
পৃষ্ঠা : ১৫
সাইজ : ৩৩৫ কিলোবাইট
ডাউনলোড