মিশকাত শরীফ বাংলা অনুবাদ (৭ম খন্ড)

মিশকাতুল মাসাবীহ হাদীস সংকলন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় এবং মাদ্রাসাগুলোতে পড়ানো হয়।  বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহ)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।

এতে সহীহুল বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস গ্রন্থ থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে। মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।

প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র বুখারী ও মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।

দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য বিখ্যাত হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমাদ প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস। তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীসগুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।

তৃতীয় পরিচ্ছেদে তুলনামূলক দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, রাযীন, শারহুস সুন্নাহ, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী।

আমরা মিশকাতের এই অনুবাদটি সংগ্রহ করেছি সোলেমানীয়া প্রকাশনী থেকে। যেটাতে শুধুমাত্র বাংলা অনুবাদ রয়েছে।

এটি পূর্ণাঙ্গ ১১টি খন্ডে সমাপ্ত। সাইজের কথা চিন্তা করে ধারাবাহিকভাবে খন্ডগুলো প্রকাশ করা হচ্ছে।

বইটি সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য:

  1. পুরো বইটির অনুবাদ নেয়া হয়েছে সোলেমানীয় প্রকাশনীর অনুবাদ থেকে।
  2. আরবী ইবারত নেই শুধুমাত্র বাংলা অনুবাদ।
  3. হাদীসের টীকা অনুবাদক কর্তৃক সংযোজিত।
  4. হাদীসগুলোর তাহক্বীক আমরা কলম দিয়ে লিখে স্ক্যান করেছি।
  5. হাদীসের তাহক্বীক গুলো নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী রচিত তাহক্বীক মিশকাত থেকে।
  6. তাহক্কীক হাদীস গুলোর নম্বর নেয়া হয়েছে মুযাফফর বিন মুহসিন রচিত “মিশকাতে বর্ণিত জাল ও যইফ হাদীস ১ম ও ২য় খন্ড” থেকে নেয়া হয়েছে।
  7. হাদীসের পরিচ্ছেদগুলোর শিরোনাম অনুবাদক কর্তৃক সংযোজিত।
  8. কিছু কিছু হাদীস এই অনুবাদটিতে মিসিং রয়েছে সেগুলো পরবর্তীতে সাজিয়ে নেয়া হবে ইনশাআল্লাহ।
  9. তাহক্বীকে শুধুমাত্র তাহক্বীকের মন্তব্যটি লিখা হয়েছে। বিস্তারিত তাহক্বীক পড়ার জন্য শায়খ আলবানী রচিত ” তাহক্বীক মিশকাত” পড়ার অনুরোধ রইলো।
  10. বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে কেনার অনুরোধ রইলো প্রকাশক বা লাইব্রেরীর ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়।

Mishkat Sharif Bangla 7th Part

এক নজরে ৭ম খন্ড :

  1. ক্রীতদাসের মুক্তির সওয়াব
  2. অসুস্থ দাসমুক্ত ও আত্মীয় ক্রয়
  3. শপথ ও মানত পর্ব
  4. মানত করা।
  5. কেসাস পর্ব
  6. হত্যার বিনিময় সংক্রান্ত বর্ণনা
  7. যে সমস্ত অপরাধ ক্ষতিপূরণ দিতে হয় না।
  8. ধর্মত্যাগী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে হত্যা করা।
  9. দন্ডবিধি  পর্ব
  10. চোরের হাত কাটার বিধান
  11. দন্ডবিধির ব্যাপারে সুপারিশ
  12. মদ্যপানের শাস্তির বিধান
  13. সাজাপ্রাপ্তদের বদ দোয়া না করা।
  14. সতর্কতামূলক শাস্তি প্রদান
  15. মদ্যপায়ীর প্রতি ভীতিপ্রদর্শনের গুরুত্ব
  16. প্রশাসন ও বিচার পর্ব
  17. শাসিত জনগণের প্রতি সহনশীলতা
  18. প্রশাসনিক কাজে নিযুক্ত ব্যক্তিকে ভয় করা।
  19. কর্মচারীদের বেতন দেওয়া ও উপঢৌকন গ্রহণ করা।
  20. বিচার-বিধান ও সাক্ষ্যদান
  21. জিহাদ পর্ব

মিশকাত সপ্তম খন্ড ডাউনলোড

আগের খন্ডের ডাউনলোড লিংক

মিশকাত প্রথম খন্ড

মিশকাত দ্বিতীয় খন্ড

মিশকাত তৃতীয় খন্ড

মিশকাত চতুর্থ খন্ড

মিশকাত পঞ্চম খন্ড

মিশকাত ষষ্ঠ খন্ড

মিশকাত ৮ম খন্ড

মিশকাত ৯ম খন্ড

মিশকাত ১০ম খন্ড

মিশকাত ১১ম খন্ড

বিশেষ দ্রষ্টব্য: বইটিতে একটি পৃষ্ঠা মিসিং থাকায় অন্য প্রকাশনী থেকে পেজটি টাইপ করে লিখেদেয়া হয়েছে। এতে মূল বইয়ের কপির সাথে ওই পেজটি অনুবাদ নাও মিলতে পারে।

আমরা যে দুইটি গ্রন্থ থেকে তাহক্বীকগুলো নিয়েছি তা হলো:

১. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ১

২. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ২

যে কোন প্রকার পরামর্শ ও মন্তব্যের জন্য আমাদের ফেসবুক পেজে যোগ দিন।

অথবা আমাদের মেইল করুন এই ঠিকানায়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan