চার ইমামের আক্বীদাসমূহ (ইসলামী বই)

পরকালে মুক্তি পেতে হলে অবশ্যই ‘আক্বীদাহ্‌ বিশুদ্ধ হতে হবে। কারণ আল্লাহ তা’আলা নূহ (আ:) থেকে শেষ নাবী ও রাসূল মুহাম্মদ (সা:) পর্যন্ত যত নাবী ও রাসূল প্রেরণ করেছেন সকলকেই তাদের উম্মাতদের ‘আক্বীদাহ্‌ বিশুদ্ধ করার জন্য প্রেরণ করেছেন। আমাদের বাংলাদেশে চারটি মাযহাব বা দল খুবই পরিচিত। এ সকল মাযহাবের সর্বস্তরের লোকদের আল্লাহ, রাসূল (সা:), কুরআন, ঈমান ইত্যাদি সম্পর্কে তাদের ‘আক্বীদাহ্‌ ভুলে পরিপূর্ণ। তা সত্ত্বেও তারা তাদের ‘আক্বীদাহ্‌কে বিশুদ্ধ বলে দাবী করে। তারা বলে থাকে আমরা অমুক মাযহাবের লোক, অথচ সে মাযহাবের ইমামের ‘আক্বীদাহ্‌ বা বিশ্বাস কি ছিল তা তারা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনেও করে না। তারা দেখেনা রাসূল (সা:), সাহাবাগন, তাবেয়ীগণ, তাবে-তাবেয়ীগণ অর্থাৎ সালাফগণদের ‘আক্বীদাহ্‌ কী ছিল। মূলত তাদের আক্বীদাহ ছিল কুরআন ও সহীহ হাদীস অনুযায়ি আক্বীদাহ্‌। আশাকরি বইটি পড়ে লোকদের আক্বীদাহ্‌ বিশুদ্ধ হবে এবং চার ইমামদের ‘আক্বীদাহ্‌ সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা হবে।

aqeedah of four imams bangla

এক নজরে বইটি:

লেখক: ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল খুমাইস

অনুবাদ: ‘আবদুর রহমান বিন আনোয়ার

প্রকাশনী: আত-তাওহীদ প্রকাশনী।
ফাইল টাইপ: পিডিএফ (৬৮ পৃ:)
ফাইল সাইজ: ২.১৭ মেগাবাইট

বইটির সূচিপত্র:

  • প্রাথমিক আলোচনা
  • ইমাম আবু হানীফার (রহ) আক্বীদা
  • ইমাম মালিক (রহ)-এর আক্বীদা
  • ইমাম শাফেয়ী (রহ)-এর আক্বীদা
  • ইমাম আহমাদ বিন হাম্বল (রহ)-এর আক্বীদা
  • উপসংহার
  • রাবী পরিচিতি।

বইটির ডাউনলোড লিংক

pdf image

বইটির উত্স এই ফেসবুকপেজ

উল্লেখ্য, পিডিএফ বই কখনোই মূল বইয়ের বিকল্প নয়। বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে কেনার অনুরোধ রইলো।

 

এ সম্পর্কিত আরও পোস্ট

৩টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan