হাজ্জ বিষয়ক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন
হাজ্জ ইসলামের অন্যতম স্তম্ভ। বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে অ্যান্ড্রয়েড ফোন এখন সহজেই পাওয়া যাচ্ছে। তাই অ্যান্ড্রয়েড-এর অ্যাপ্লিকেশনগুলো বেশ জনপ্রিয়। ইসলামের এই গুরুত্বপূর্ণ ইবাদাতকে নিয়ে বেশ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করা হলো। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারণ অনলাইনে Playstore থেকে ইনস্টল করা হয়। এখানে যেসব অ্যাপ্লিকেশনগুলো দেয়া হয়েছে। সেগুলো APK ফাইল আকারে ডাউনলোড করার জন্য। এগুলো ডাউনলোড করার পর যে কোন সময় ইনস্টল দেয়া যাবে।
যদি ইনস্টল নিতে সমস্যা হয় তবে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
Settings > Apllication Setting > Unknown Source এটাতে টিক দিতে হবে। তাহলে অফলাইনেও APK ফাইল হতে ইনস্টল হবে।
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন্স গুলো হলো :
যারা আইফোন ইউজ করেন তার এখানে গিয়ে সার্চ দিলেই পাবেন ।
যারা Apk ফাইল IDM দিয়ে ডাউনলোড করতে পারছেন না। তারা নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
IDM > Downloads > Options > File Types > এখানে গিয়ে APK যোগ করে দিন। এরপর ওকে করে IDM > Task > Exit
তারপর আবার আইডিএম চালু করলে । এখন APK ফাইলও ডাউনলোড হবে আইডিএম দিয়ে। এভাবে যেসব ফাইল ফরম্যাট আইডিম দিয়ে ডাউনলোড হয় না সেগুলোও ডাউনলোড করতে পারবেন । যেমন docx, pptx, xlsx, rm, webm প্রভৃতি।
আজ এ পর্যন্তই ।