রাসূল (সা) সম্পর্কে ১০০০ প্রশ্ন

রাসূল (সা)-এর জীবনেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের একমাত্র অনুসরণীয় আদর্শ হলেন “মুহাম্মাদ (সা)”। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে রয়েছে আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। রাসূল (সা) এর অনুসরণই পারে ইসলামের উপর অটুট হয়ে চলতে। ইসলামের দুটি উৎসের অন্যত একটি হলো সুন্নাহ যা রাসূল (সা)-এর আদর্শ। রাসূল (সা)-এর আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,

َحۡسَبُونَ ٱلۡأَحۡزَابَ لَمۡ يَذۡهَبُواْۖ وَإِن يَأۡتِ ٱلۡأَحۡزَابُ يَوَدُّواْ لَوۡ أَنَّهُم بَادُونَ فِي ٱلۡأَعۡرَابِ يَسۡ‍َٔلُونَ عَنۡ أَنۢبَآئِكُمۡۖ وَلَوۡ كَانُواْ فِيكُم مَّا قَٰتَلُوٓاْ إِلَّا قَلِيلٗا

অনুবাদ: তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ( সূরা আহযাব, আয়াত নং-২১)।

রাসূল (সা)-এর জীবন তথা সীরাত সম্পর্কে অনেক বই রচিত ও প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশ্নোত্তর আকারে রাসূল (সা)-এর জীবন সম্পর্কে বই তেমন নেই। বিশ্বনবী মুহাম্মাদ (সা)-এর জন্ম থেকে শুরু করে তাঁর ৬৩বছরের জিন্দেগীর সমুদয় কর্মের  বর্ণনার সমাহার রয়েছে এই বইতে। যা একজন মুসিলমের জন্য জানা আবশ্যক। এটি মূলত সাইয়্যেদ মাসূদুল হাসান নামক লেখকের Biography of Muhammad (pbuh) Quiz এর বইয়ের অনুবাদ। যা প্রকাশ করেছে পিস পাবলিকেশন। আর তা স্ক্যান করেছে আমার বই. অরগ।1000 Question about Prophet

বইটির অনন্য বৈশিষ্ট্য:

  • রাসূল (সা)-এর জীবনের প্রতিটি ঘটনা সময় পরিক্রমা অনুসারে ধারাবাহিক সাজানো।
  • বইটি দুটি খন্ড বিভক্ত। যাতে প্রথম খন্ডে মাক্বী জীবন এবং দ্বিতীয় খন্ডে মাদানী জীবন আলোচিত হয়েছে।
  • প্রতিটি খন্ড আবার বিভিন্ন বিষয় বা ক্যাটাগরি অনুযায়ী সাজানো । যেমন নবী (সা)-এর শৈশব জীবন, যৌবন, নবুওয়াত লাভ, বদর যুদ্ধ, ইসলামের চরম শত্রু, প্রথম হিজরত প্রভৃতি।
  • ১০০০টি প্রশ্নোত্তর ভিত্তিক  তথ্য সংযোজিত।
  • প্রশ্ন ও উত্তরগুলো যথা সম্ভব বাহুল্য বর্জিত ও সংক্ষিপ্ত
  • বিভিন্ন বিষয়ের উত্তরে অনেক ক্ষেত্রে দলীল উল্লেখ করা হয়েছে।
  • বিশেষ ক্ষেত্রে পাঠকেদের বুঝার সুবিধার জন্য টীকা উল্লেখিত হয়েছে।
  • বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।

বইটির ডাউনলোড লিংক

Mediafire Link          Google Drive Link

আশা করি, বইটি ছাত্র, শিক্ষক, গবেষক ও সর্বোপরি রাসূল (সা)-এর জীবনী জানতে উৎসুক পাঠকারীর জন্য বিশেষ ভূমিকা রাখবে ইনশা আল্লাহ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member