ইসলামী বই : ফিতনাতুত তাকফীর

বই:ফিতনাতুত তাকফির
ইসলামের প্রাচীনতম ফিতনার মধ্যে অন্যতম হলো মুসলিমকে কাফির বলার ফিতনা। বর্তমানে এটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যেসব মুসলিম শাসকরা আল্লাহর আইনে শাসন করছে না, তাদেরকে কাফির ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ বৈধ ঘোষণা করা হচ্ছে। অথচ এর পরের দুটি আয়াতে যে তাদের জালিম ও ফাসিক বলে কুরআনে উল্লেখ করা হয়েছে তা তারা উল্লেখ করে না। এই ফিতনার বিরুদ্ধে শায়খ নাসিরুদ্দীন আলবানী’র লিখিত ফিতনাতুত তাকফীর বইটির অনুবাদ এটি। বইটি অনুবাদ করেছেন কামাল আহমদ। এছাড়াও বইটির শেষ অংশে শায়খ আলবানী ও জিহাদী গ্রুপের বিতর্কও উল্লেখ করা হয়েছে।

বইটিতে কিছু আর্টিকেলের লিংক দেয়া হয়েছে সেগুলো আমরা অপরিবর্তিত রেখেছি। কিন্তু কিছু আর্টিকেল ইন্টারনেটে অনুপস্থিত রয়েছে। তবে এইগুলো আর্টিকেলসহ অন্য একটি বই যাতে সম্পূর্ণ বিষয়গুলো রয়েছে। সেই বইটিও আপনাদের কাছে উপস্থিত করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan