মুসলিম জাতির প্রতি মহা উপদেশ

অবিশ্বাস্য হলেও সত্য শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সময়ে মুসলিমদের যে সব সমস্যা চিহ্নিত করে মহা উপদেশ বাণী দিয়েছিলেন, সেই সমস্যাতেই মুসলিম বিশ্ব আজ জর্জরিত। শাইখুল ইসলামের মূল বইটির শিরোনাম ‘আল ওয়াসিয়্যাতুল কুবরা’। এতে তিনি বর্তমান যুগে বিভিন্ন দল-উপদল ও সংগঠনে বিভক্ত মুসলিমদের আক্বীদাহ, আচার-ব্যবহার ও কার্যাবলী আলোচনা করেছেন। তিনি গবেষণা করে পবিত্র ক্বুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণ করেছেন : ইসলামী সংগঠন, দল ও জামা’আত শর্ত সাপেক্ষে জায়েজ, কোন মুসলিমের জন্য অমুক ব্যক্তি বা দলের অনুসারী বা কর্মী বলা জায়েজ নয়; বরং সে নিজেকে বলবে মুসলিম, মানব রচিত আধুনিক ইসলামী দলসমূহের স্বরচিত নীতিমালার প্রতি দা’ওয়াত জায়েজ নয়, ভ্রান্ত দল বা সংগঠন সমূহ বর্জনের আহ্বান ইত্যাদি। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ যে উদ্দেশ্যে মুসলিম জাতিকে উপদেশ প্রদান করেছেন তা যদি আজকের মুসলিম বিশ্ব গ্রহণ করে তাহলে মুসলিম জাতি ফিরে পাবে তাদের হারানো ঐতিহ্য। গঠিত হবে সার্বজনীন ইসলামী ভ্রাতৃত্ব। নিরসন হবে হাজারো বছরের দলীয় ফাসাদ, হাঙ্গামা ও পরস্পর কাদা ছোঁড়াছুড়ির নোংরা পথ। প্রতিষ্ঠিত হবে এক ও অখণ্ডিত মুসলিম সমাজ ইনঁশা আল্লাহ।  

এক নজরে বইটি :

মুসলিম জাতির প্রতি মহা উপদেশ

রচনায়: শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ

অনুবাদ: মাওলানা মো: আবু তাহের

প্রকাশনায়: সালাফী রিসার্চ ফাউন্ডেশন

পৃষ্ঠা: ৯৭

সাইজ: ৩.৫ মেগাবাইট

ডাউনলোড

Mediafire       Google Drive    WordPress Server   (For Mobile User)

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan