মোজার উপর মাসেহ করার শরঈ বিধান

মোজার উপর মাসেহ করার শরঈ বিধান

– আবদুল্লাহ শাহেদ

بسم الله الرحمن الرحيم
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। দরূদ ও শান্তির অবিরাম ধারা বর্ষিত হোক নবীকুল শিরোমণী মুহাম্মাদ (সাঃ) এবং তাঁর পবিত্র বংশধর ও সম্মানিত সাথীদের উপর।
আমরা কখনও কখনও মোজার উপর মাসেহ করার প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। তাই ইসলামী শরীয়ত ওযু করার সময় মোজা পরিধানকারীকে পা ধৌত করার জন্য মোজা না খুলে তার উপর মাসেহ করার অনুমতি দিয়েছে। কারণ বার বার মোজা খুলতে কষ্ট হয়। বিশেষ করে শীতের প্রচন্ডতার সময়।
মুসলমানদের জন্য উত্তম হলো প্রয়োজনের সময় আল্লাহ প্রদত্ত অনুমতি গ্রহণ করা এবং নিজের উপর কঠিন না করা। নবী (সাঃ) বলেছেন, “আল্লাহ তায়া’লা কোন বিষয়ে অনুমতি দিলে মানুষ তা গ্রহণ করুক এটা পছন্দ করেন, যেমনভাবে তিনি তাঁর নাফরমানীতে লিপ্ত হওয়াকে অপছন্দ করেন। (আহমাদ)
কাপেড়র তৈরী মোজার উপর মাসেহ করা বৈধ কি? هل يجوز المسح على الخف المصنوع من القطن
বর্তমান সময়ে লোকেরা কাপড়ের তৈরী মোজাই পরিধান করে থাকে। সুতরাং হাদীছে যেহেতু বিনা পার্থক্যে মোজার উপর মাসেহ করা বৈধ রাখা হয়েছে, তাই সকল প্রকার মোজার উপর মাসেহ করাই বৈধ। তা চামড়ার তৈরী হোক বা সুতার তৈরী হোক। পরিভাষায় যাকে মোজা বলা হয় তার উপরই মাসেহ করা বৈধ। ইসলাম মানুষের উপর সহজ করতে উৎসাহ দিয়েছে এবং কঠোরতা করতে নিষেধ করা হয়েছে। সুতরাং দলীল বিহীন কোন কঠিন মাসআলা মানুষের চাপিয়ে দেয়া ঠিক নয়।
মোজার উপর মাসেহ করার মুদ্দত বা সময়সীমাঃ مدة المسح على الخفين للمقيم والمسافر
মোজার উপর মাসেহ করার জন্য মুক্বীমের সময় হল এক দিন একরাত। আর মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। আলী (রাঃ) হতে বর্ণিত, নবী (সাঃ) মুক্বীমের জন্য এক দিন এক রাত আর মুসাফিরের জন্য তিন দিন তিন রাত মোজার উপর মাসেহ করার মুদ্দত নির্ধারণ করেছেন। (মুসলিম) এই হিসাব শুরু হবে পবিত্র অবস্থায় মোজা পরিধানের পর অযু বিনষ্ট হওয়ার পর প্রথম মাসেহ থেকে। উদাহরণ স্বরূপ বলা যায় একজন লোক ফজরের নামায আদায় করার জন্য অযু করে মোজা পরিধান করল। মাগরিবের নামযের পূর্ব পর্যন্ত অযু বর্তমান ছিল। তার পর অযু বিনষ্ট হয়ে যাওয়ার পর মাগরিবের নামাযের জন্য অযু করল এবং মোজার উপর মাসেহ করল। এখান থেকে মুদ্দত শুরু হবে এবং পরের দিন মাগরিবের পূর্বে শেষ হবে।
মোজার উপর মাসেহ করার মুদ্দত শেষে অযু করতে চাইলে মোজা খুলে পা ধৌত করা ওয়াজিব। এভাবে অযু করে আবার মোজা পরিধান করলে অযু ভঙ্গ হওয়ার পর প্রথম মাসেহ করার পর থেকে আবার নতুন মুদ্দত শুরু হবে।
মোজার উপর মাসেহ করার শর্ত সমূহঃ شروط المسح على الخفين
মোজার উপর মাসেহ করার জন্য আলেমগণ কতিপয় শর্তারোপ করেছেন। মাসেহ বিশুদ্ধ হওয়ার জন্য এ সমস্ত শর্ত বর্তমান থাকা জরুরী। শর্তগুলো নিম্মরূপঃ
১ মোজা পবিত্র হওয়াঃ
সুতরাং কুকুর, শুকর বা অন্যান্য অপবিত্র জীব-জন্তুর চামড়া দিয়ে তৈরী মোজার উপর মাসেহ করা বৈধ নয়। এমনিভাবে মোজাতে পেশাপ বা মল-মূত্র লেগে গেলে তার উপর মাসেহ করাও বৈধ নয়।
২ বৈধ মোজা হতে হবেঃ
সুতরাং চুরী করা বা ছিন্তাই করা মোজার উপর মাসেহ করা অথবা রেশমী কাপড়ের তৈরী মোজার উপর মাসেহ করা বৈধ নয়। কেননা পুরুষের জন্য রেশমের তৈরী পোষাক পরিধান করা বৈধ নয়।
৩ পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করাঃ
মুগীরা বিন শু‘বা (রাঃ) রাসূল (সাঃ) এর মোজা খুলতে চাইলে তিনি বলেন “তুমি মোজা দু’টিকে আপন অবস্থায় রেখে দাও। কারণ আমি এ দু’টিকে পবিত্র অবস্থায় পরিধান করেছি। (বুখারী ও মুসলিম)
৪ নির্দিষ্ট সময়ের মধ্যে মাসেহ করাঃ
আর তা হল মুক্বীম অর্থাৎ স্বদেশে বা আপন বাড়ীতে অবস্থানকারীর জন্য একদিন এক রাত। এবং মুসাফির তথা ভ্রমণরত ব্যক্তির জন্য তিন দিন তিন রাত।
৫ মাসেহ ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে হতে হবেঃ
যেমন প্রস্রাব, পায়খানা, বায়ু বের হওয়া, ঘুমানো ও অন্যান্য ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের সময় হতে হবে। বড় নাপাকি যেমন স্ত্রী সহবাস থেকে পবিত্রতা অর্জনের সময় মোজার উপর মাসেহ করা বৈধ নয়। কাজেই বড় নাপাকির গোসল করার সময় অবশ্যই মোজা খুলতে হবে।
পট্রির উপর মাসেহ করাঃ المسح على الضماد
ক্ষতস্থানে পট্রির উপর মাসেহ করাও বৈধ আছে। তবে মোজার উপর মাসেহ করা এবং পট্রির উপর মাসেহ করার মাঝে পার্থক্য রয়েছে
উভয়ের মধ্যে পার্থক্যঃ الفرق بين المسح على الخفين والضماد
১) মোজার উপর মাসেহ করা নির্দিষ্ট সময়ের সাথে সীমা বদ্ধ। পট্রির ক্ষেত্রে এমন কোন সময় নির্দিষ্ট নেই।
২) শুধুমাত্র পায়ের মোজার উপর মাসেহ বৈধ। কিন্তু শরীরের যে কোন স্থানে পট্রির উপর মাসেহ করা যাবে।
৩) মোজার উপর মাসেহ করা বৈধ হওয়ার জন্য শর্ত হল উহা পূর্ণ পবিত্র অবস্থায় পরিধান করতে হবে। কিন্তু পট্রির ক্ষেত্রে এমন কোন শর্ত নেই।
৪) ছোট নাপাকী থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শুধু মোজার উপর মাসেহ করা বৈধ। কিন্তু পট্রির উপর মাসেহ করা সকল প্রকার নাপাকীর ক্ষেত্রে বৈধ।
মোজার উপর মাসেহ করার পদ্ধতিঃكيفية المسح على الخفين
প্রথমে উভয় হাত পানি দ্বারা ভিজাবে। অতঃপর মোজার উপরের অংশের সামনের দিক দিয়ে ভিজা হাত টেনে নিয়ে গোড়ালীতে এনে শেষ করবে। মোজার নিচের দিকে মাসেহ করবেনা। এব্যাপারে আলী (রাঃ) এর উক্তিটি বিশেষভাবে উল্লেখ যোগ্য। তিনি বলেন, দ্বীন ইসলাম যদি মানুষের রায়ের (ব্যক্তিগত মত) দ্বারা সাব্যস্ত হত, তাহলে মোজার উপরের দিকের চেয়ে নিচের দিকে মাসেহ করা অধিক যুক্তিসঙ্গত হত। আর আমি রাসূল (সাঃ) কে তাঁর মোজাদ্বয়ের উপরের দিকে মাসেহ করতে দেখেছি। (আবু দাউদঃ১৬২) উভয় হাত দিয়েই মাসেহ করবে। ডান হাত দিয়ে ডান পায়ের মোজার উপর দিয়ে মাসেহ করবে। বাম হাত দিয়ে বাম পায়ের মোজার উপর মাসেহ করবে। এক হাত দিয়ে উভয় পায়ের উভয় মোজার উপর মাসেহ করাও যায়েজ আছে। ইমাম আহমাদ বিন হান্বাল (রাঃ) বলেন, এক হাত দিয়ে বা দু’হাত দিয়ে যেভাবেই মাসেহ করনা কেন, কোন অসুবিধা’নেই।
পাগড়ীর উপর মাসেহ করাঃ المسح على العمامة
মাথায় পাগড়ী থাকলে পাগড়ীর উপর মাসেহ করা বৈধ আছে। সম্পূর্ণ পাগড়ী উপর অথবা পাগড়ীর অধিকাংশ অংশের উপর দিয়ে মাসেহ করা যায়েজ। তবে কপালের দিক দিয়ে কিছু অংশ খালী থাকলে খালী অংশে মাসেহ করার পর পাগড়ীর উপর মাসেহ করতে হবে।
এ সম্পর্কে কতিপয় মাসআলাঃ مسائل متفرقة تتعلق بما سبق
ক) পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করে মাসেহ করার পর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বা পরে মোজা খুলে ফেললে বিশুদ্ধ মতে ওযু ভঙ্গ হবে না। যেমন মাথায় ঘণ চুল বিশিষ্ট কোন লোক ওযু করার সময় মাথা মাসেহ করল। অতঃপর ওযু করার পর যদি মাথা কামিয়ে ফেলে, তবে ওযু ভঙ্গ হবে না।
খ) ওযু থাকা অবস্থায় যদি মাসেহ করার মুদ্দত শেষ হয়ে যায়, তবে ওযু ভঙ্গের নির্ধারিত কারণ পাওয়া না গেলে ওযু ভঙ্গ হবেনা। মাসেহের মুদ্দত শেষ হয়ে গেছে বলেই ওযু ভঙ্গ হয়ে যাওয়ার ধারণা ঠিক নয়। কোন ব্যক্তির যদি যোহরের নামাযের পর মোজার উপর মাসেহ করার মুদ্দত শেষ হয়ে যায়, কিন্তু যদি ইশার নামায পর্যন্ত ওযু বর্তমান থাকে, তাহলে সেই ওযু দিয়ে আসর, মাগরিব ও ইশা এই তিনটি নামায পড়তে পারবে।
মাসেহ ভঙ্গ হওয়ার কারণ সমূহঃ نواقض المسح على الخفين
১) যে কারণে গোসল ফরজ হয়। যেমন স্ত্রী সহবাস করা, সপ্নদোষ হওয়া বা অন্য কোন কারণে বীর্যপাত হওয়া। সাফওয়ান বিন আস্সাল (রাঃ) বলেন, “আমরা ভ্রমণে থাকা অবস্থায় রাসূল তিন দিন তিন রাত পর্যন্ত আমাদেরকে মোজার উপর মাসেহ করার আদেশ দিতেন এবং পেশাব, পায়খানা ও ঘুমের কারণে মোজা খুলতে নিষেধ করতেন। তবে অপবিত্র হয়ে গেল ভিন্ন কথা।
২) মোজার উপর মাসেহ করার পর তা খুলে ফেললে, উভয় পা ধৌত করা সহ নতুনভাবে অযু করা ব্যতীত দ্বিতীয়বার মোজা পরিধান করা এবং তার উপর মাসেহ করা বৈধ নয়।
৩) মোজার উপর মাসেহ করার জন্য নির্ধারিত সময় সীমা শেষ হয়ে যাওয়ার পর মাসেহ করতে থাকা বৈধ নয়।
পরিশেষে আল্লাহর দরবারে প্রার্থনা, আমাদেরকে যেন দ্বীনের সঠিক ইলম শিখে তদনুযায়ী আমল করার তাওফীক দান করেন। আমীন॥

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan