ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং-৩০)

হাদীস-৩০

শিরোনামঃ শরয়ী বিধানের সীমারেখায় অবস্থান।

الحديث الثلاثون

“إن الله تعالى فرض فرائض فلا تضيعوها”

عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ جُرْثُومِ بن نَاشِبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَال: “إنَّ اللَّهَ تَعَالَى فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا، وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا، وَحَرَّمَ أَشْيَاءَ فَلَا تَنْتَهِكُوهَا، وَسَكَتَ عَنْ أَشْيَاءَ رَحْمَةً لَكُمْ غَيْرَ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا”.

حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ الدَّارَقُطْنِيّ [“في سننه” 4/184]، وَغَيْرُهُ. 

অনুবাদ:

আবু সালাবাহ আল খুশানী জুরসুম বিন নাশির  (রা:) বর্ণনা করেছেন : রাসূলুল্লাহ (সা:) বলেছেন : নি:সন্দেহ আল্লাহ তা’আলা ফরয সমূহকে অবশ্য পালনীয় করে দিয়েছেন , সুতরাং তা অবহেলা করো না ।

তিনি সীমা নির্দিষ্ট করে দিয়েছেন , সুতরাং তা লংঘন করো না এবং কিছ জিনিস হারাম করেছেন , সুতরাং তা অমান্য করো না । আর অজ্ঞতাবত নয় বরং তোমাদের প্রতি অনুগ্রহ হিসেবে কিছু জিনিসের ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন, সুতরাং সে বিষয়ে বেশী অনুসন্ধান করোনা ।

হাদীসটি ইমাম দারাকুতনী ও অন্যান্য ইমামগণ বর্ণনা করেছেন।

হাদীসের শিক্ষাঃ

  1. আল্লাহ তা’আলা কর্তৃক ফরযকৃত বিষয়সমূহ গ্রহণ করা ও তা যথাযথ ভাবে পালন করা ।
  2. শরয়ী সীমারেখায় অবস্থান ও নিষিদ্ধ বিষয় সমূহ বর্জন করা ।
  3. অসংঘটিত বিষয়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হতে বিরত থাকা বাঞ্ছনীয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button