সহীহ আল বুখারী বাংলা অডিও লেকচার

সহীহ আল-বুখারী কিছু নির্দিষ্ট সংখ্যক হাদীস নিয়ে মুখতাসার সহীহ আল-বুখারী নামক বই থেকে বুখারীর হাদীসগুলোর অনুবাদ ও প্রয়োজনীয় ব্যাখ্যা নিয়ে এই লেকচারগুলো গঠিত। লেকচারগুলো ৪০টি পর্ব নিয়ে গঠিত। হাদীসগুলোর বাংলা অনুবাদ ও ব্যাখ্যা নিয়ে লেকচার দিয়েছেন শাইখ মতিউর রহমান মাদানী। প্রাথমিকভাবে ৪০টি পর্বের মধ্যে ২০টি পর্ব আমরা আপলোড করেছি। আর বাকীগুলো শীঘ্রই আপলোড করা হবে। আমাদের স্পিড খুব কম হওয়ায় আপলোড করতে সমস্যা হচ্ছে। আপনাদের মধ্যে কারও যদি ভালো স্পিড থাকে। তবে আমাদের জানান । আমরা ডাকযোগে বা এসএ পরিবহন দিয়ে আপনার কাছে সিডিতে রাইট করে পাঠিয়ে দিবো। আপনি আমাদের আপলোড করে দিতে পারেন। এ ব্যাপারে আমাদের ফেসবুক পেজে বা [email protected] এ যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অনেক লেকচার ও বই রয়েছে। এমনকি হাউকোয়ালিটি ভিডিও আছে কিন্তু স্পিড এর অভাবে আপলোড করতে পারছি না। এ ব্যাপারে আপনাদের কাছে আল্লাহর নামে সহযোগীতা চাচ্ছি।

  1. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ১-২)

  2. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৩-৪)

  3. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৫-৭)

  4. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৮-৯)

  5. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ১০-১১)

  6. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ১২-১৩)

  7. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ১৪-১৬)

  8. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ১৭-১৯)

  9. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ২০-২২)

  10. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ২৩-২৪)

  11. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ২৫,২৬,২৭)

  12. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ২৮,২৯,৩০)

  13. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৩১,৩২)

  14. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৩৩,৩৪)

  15. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৩৫.৩৬,৩৭,৩৮,৩৯,৪০)

  16. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৪১ )

  17. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৪২,৪৩,৪৪)

  18. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৪৫,৪৬,৪৭,৪৯)

  19. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৪৯,৫০,৫১)

  20. মুখতাসার সহীহ আল-বুখারী ( হাদীস নং ৫২,৫৩,৫৪)

বাকী পর্বগুলো আসছে শীঘ্রই।

 

সহীহ আল-বুখারী বাংলা অডিও ২য় পর্ব

 

বিশেষ দ্রষ্টব্য : আমাদের সাইটটি নতুন । তেমন প্রচার পায় নি। তাই আমাদের লেকচার ও বইগুলো প্রকাশ করার পূর্বে অনুমতি নিন। সম্ভব না হলে আমাদের সাইটের পারমালিংক দিন। সরাসরি ডাউনলোড লিংক না দেয়ার অনুরোধ রইলো। আমাদের সাইটটি বহুল প্রচারিত হলে আমরাও আরও ভালো ভালো পোস্ট দিতে পারবো ইনশাআল্লাহ।

 

এ সম্পর্কিত আরও পোস্ট

৪টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button