
ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ২১)
হাদীস-২১
শিরোনামঃ ইসলামের উপর অটল থাকা।
عَنْ أَبِي عَمْرٍو وَقِيلَ: أَبِي عَمْرَةَ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: “قُلْت: يَا رَسُولَ اللَّهِ! قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا غَيْرَك؛ قَالَ: قُلْ: آمَنْت بِاَللَّهِ ثُمَّ اسْتَقِمْ” .
رَوَاهُ مُسْلِمٌ [رقم:38].
আবু আমর (যিনি আবু আমারাহ নামে পরিচিত) সুফিয়ান বিন আব্দুল্লাহ আস সাকাফী (রা:) হতে বর্ণনা করেছেন :
আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ! আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দিন, যেন আপনাকে ব্যতীত অন্য কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন না পড়ে।
তিনি বললেন : বল – আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি ; অত:পর এর উপর দৃঢ় থাক।
-মুসলিম।
হাদীসের শিক্ষাঃ
- হাদীসটি রাসুল (সা:) এর অমীয় বাণী সমগ্রের অর্ন্তভূক্ত। এতে ঈমান ও ইসলামের মর্মকথা বর্ণিত হয়েছে।
- ইসলামী বিধানে অটল থাকা ইসলামের মূলনীতি সমূহের অন্যতম। উমর বিন খাত্তাব (রা:) বলেছেন: সৎ কর্মের আদেশ ও অসৎ কর্মের নিষেধের উপরই ইসলামে অটল থাকার বিষয়টি নির্ভর করে। এটি ইসলামের সর্বোচ্চ মর্যাদার পরিচায়ক, এটি মুসলিমের পূর্ণ ঈমান ও উচ্চ প্রত্যাশার প্রমান বহন করে ।
আমল ব্যতীত ঈমানের দাবী বৃথা। কেননা আমল হচ্ছে ঈমানের মুখপত্র ও ফলাফল।
হাদীসের আরবী অংশ নেয়া হয়েছে এখান থেকে।