ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ১৬)
হাদীস-১৬
শিরোনামঃ রাগ করিও না।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنْ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه و سلم أَوْصِنِي. قَالَ: لَا تَغْضَبْ، فَرَدَّدَ مِرَارًا، قَالَ: لَا تَغْضَبْ” .
رَوَاهُ الْبُخَارِيُّ [رقم:6116].
আবু আব্দুর রহমান আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) কে বললঃ আমাকে কিছু উপদেশ দিন। তিনি (সাঃ) বললেনঃ রাগ করো না। লোকটি বার বার রাসূলের কাছে উপদেশ চাইলো আর রাসূল (সাঃ) বলেনঃ রাগ করো না।
-বুখারী
হাদীসের শিক্ষাঃ
- ক্রোধ অনিষ্টের মূল, এর থেকে বিরত থাকা কল্যানের মূল।
- সহনশীলতা ও আত্নার সংযম সফলতা ও আল্লাহর সন্তুষ্টির পাথেয় স্বরুপ।
- উপদেশের ও কল্যানের ব্যাপারে মুসলমানদের আগ্রহ।
- উপদেশ ও কল্যাণ লাভের উপায়, কল্যাণকর জ্ঞান অর্জনের ব্যাপারে মুসলমানদের আগ্রহ।