ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ১৩)
হাদীস-১৩
শিরোনামঃ ইসলামী ও ঈমানী ভ্রাতৃত্ব
عَنْ أَبِي حَمْزَةَ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ خَادِمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه و سلم عَنْ النَّبِيِّ صلى الله عليه و سلم قَالَ: “لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ”.
رَوَاهُ الْبُخَارِيُّ [رقم:13]، وَمُسْلِمٌ [رقم:45].
অনুবাদ:
আবু হামযাহ আনাস বিন মালিক (রা:) রাসূল (সা:) এর খাদেম হতে বর্ণিত, নবী (সা:) বলেছেন: তোমাদের কেউ পুর্ণ মু’মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে ।
-বুখারী , মুসলিম।
হাদীসের শিক্ষাঃ
- মুসলমানদের প্রতি কোমল হদয়ের অধিকারী হতে হবে। তাদের (মুসলমানদের) অবস্থার উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। এটা ইসলামী নীতিমালার গুরুত্বপূর্ণ একটি বিষয়।
- হিংসা ও বিদ্বেষ বর্জনে প্রতিজ্ঞা করতে হবে। হিংসা-বিদ্বেষ পূর্ণ ঈমান অর্জনে প্রতিবন্ধক।
- আনুগত্য ও পুন্যময় কাজের মাধ্যমে ঈমানের বৃদ্ধি ঘটে, সীমালংঘন ও পাপাচারে তা হ্রাস পায়।