ইমাম মুকবিল ইবনে হাদী আল ওয়াদিয়ী রহিমাহুল্লাহর জীবনী

আল মুজাদ্দিদ, আশ শাইখুল আল্লামাহ, আল মুহাদ্দিস, ইমাম মুকবিল ইবনে হাদী আল ওয়াদিয়ী রহিমাহুল্লাহর জীবনী

জন্ম:

আবূ আব্দির রহমান মুকবিল ইবনে হাদী ইবনে মুকবিল ইবনে কয়েদাহ আল হামদানী আল ওয়াদিয়ী। তিনি দাম্মাজ শহরের ‘দারুল হাদীছ’ – এর প্রতিষ্ঠাতা। তিনি ইয়ামেনের ছা’আদাহ জেলার দাম্মাজ শহরে ১৩৫২ হিজরীতে জন্ম গ্রহণ করেন। তিনি হামদানের ওয়াদা’আহ গোত্রের লোক।

শিক্ষা:

তিনি (ইয়ামেন থেকে) সৌদী আরব চলে আসেন এবং মক্কায় একটি প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক এবং পরে আল জামি’আহ আল ইসলামিয়্যা (মদীনা বিশ্ববিদ্যালয়) হতে উছুলুদ দীন ও শরী’আহ অনুষদে পড়াশোনা করেন। তারপর তিনি আরো পড়াশোনা চালিয়ে যান এবং বিশেষভাবে ইলমুল হাদীছে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর তিনি হাদীছ, তাফসীর ও রিজালের কিতাবগুলোর দিকে মননিবেশ করেন।

শিক্ষকগণ:

১. শাইখ মুহাম্মাদ ইবনে নাছিরুদ্দীন আলবানী (রহি)। শাইখ মুকবিল জামি’আহ আর ইসলামিয়াতে আসার আগেই শাইখ আলবানী সেখান থেকে চলে গিয়েছিলেন। তবে তিনি মদীনাতে ছাত্রদের সাথে সাক্ষাত করতে আসতেন। আর ছাত্রদের ‘কাওয়াইদ ফিল হাদীছ’ বিষয়ে একটি বিশেষ দারসে শাইখ আলবানী উপস্থিত হতেন।

২. শাইখ আব্দুল আযীয ইবনে আব্দিল্লাহ ইবনে বায (রহি)। মদীনাতে শাইখের ছুহীহ মুসলিমের দারসে শাইখ মুকবিল উপস্থিত হতেন।

৩. মুহাম্মাদ ইবনে আব্দিল্লাহ আছ ছুমালী। তার কাছে তিনি সাত মাস বা তার কিছু বেশী সময় পড়াশোনা করেন। তার নিকট থেকে তিনি ইলমুল হাদীছ এবং দুই শাইখের (বুখারী ও মুসলিম) রাবীগণের পরিচিতি সম্পর্কে অনেক উপকৃত হন। শাইখ মুকবিল সম্পর্কে শাইখ মুহাম্মাদ ইবনে আব্দিল্লাহ আছ ছুমালী বলেন, দুই শাইখের (বুখারী ও মসলিম) রাবীগণের পরিচিতি সম্পর্কে তার মতো ব্যক্তি খুবই কম আছে অথবা তার মতো নেই।

৪. হাম্মাদ ইবনে মুহাম্মাদ আল আনছারী। তিনি শাইখের উচ্চ পড়াশোনার শিক্ষদের একজন।

৫. মাহমুদ আব্দুল ওয়াহাব ফায়াদ। দাওয়াহ অনুষদে শাইখের শিক্ষকদের একজন যেখানে তিনি তাফসীর পড়তেন। তিনি শাইখ মুকবিল সম্পর্কে বলেন, তিনি শক্তিশালী ও মুহাক্কিক।

৬. মুহাম্মাদ তাকীউদ্দীন আল হিলালী।

৭. ত্বহা আয যাইনী।

ছাত্ৰগণ:

১. মুহাম্মাদ ইবনে আব্দিল ওয়াহাব আল ওয়াছাবী

২. আবূল হাসান আল মা’রাবী

৩. মুহাম্মাদ ইবনে আব্দিল্লাহ আল ইমাম

৪. আব্দুল আযীয আল বার’ঈ।

৫. আব্দিল্লাহ ইবনে উছমান।

৬. ইয়াহইয়া ইবনে আলী আল হাজূরী

৭. আব্দুল রহমান আল আনাদী

৮. মুহাম্মাদ আছ ছুমালী

৯. আহমাদ ইবনে ইবরাহীম ইবনে আবীর আইনাইন আল মিছরী

১০. মছ্বতফা ইবনে আদাবী

১১. উসামাহ ইবনে আব্দিল লাতীফ আল ক্বওছী

কিতাবসমূহ:

১. সূরা আল মায়িদাহ পর্যন্ত দুই খণ্ডে তাফসীর ইবনে কাছীরের তাহক্বীক ও তাখরীজ।

২. আছ ছুহীহ আল মুসনাদ মিন আসবাবিন নুযূল

৩. আশ শাফা’আত

৪. আল জামিউছ ছুহীহ ফিল কাদার

৫. আছ ছ্বহীহুল মুসনাদ মিন দালায়িলিন নবুয়াত

৬. ছা’কাতু্যু যালাযিল লি নাসফি আবাতীলির রফযি ওয়াল ই’তিযাল।

৭. আস সুয়ুফুল বাতিরাহ লি ইলহাদীশ শুয়িয়্যাতিল কাফিরা রিয়াযুল জান্নাহ ফির রাদ্দি আলা আ’দায়িস সুন্নাহ

৯. আত ত্বলি’আতু ফির রদ্দি আলা গুলাতিশ শী’আ।

১০. বাহছু হাওলিল কুব্বতিল মাবনিয়্যাতি ‘আলা কাবরি রসূলিল্লাহ ছুল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

১১. আল ইলহাদুল খমীনী ফি আরযিল হারামাইন

১২. ফাতওয়া ফিল ওয়াহদাতি মা’আশ শুরু’ইয়্যিন৷

১৩. আছ ছ্বহীহুল মুসনাদ মিম্মা লাইসা ফিছ ছুহীহাইন

১৪. আল জামিউছ ছ্বহীহ মিম্মা লাইসা ফিছ ছ্বহীহাইন

১৫. রুদূদু আহলিল ইলম আলাত ত্ব’য়িনীনা ফি হাদীছিস সিহর

১৬. আল মাখরাজু মিনাল ফিতনাহ

১৭. হাযিহি দা’ওয়াতুনা ও আক্বীদাতুনা (আমাদের দাওয়াত ও আমাদের আক্বীদা

১৮. ইযাহুল মাকাল ফি আসবাবিয যিলযাল

১৯. তাহকীকু ও দিরাসাতুল ইলযামাতি ওয়াত তাতাব্বুয়ি লিদ দারাকুত্বনী

২০. নাশরুছ ছহীফাতি ফি যিকরীছ ছুহীহি মিনাল আকওয়ালি আয়িম্মাতিল জারহি ওয়াত তা’দীল ফি আবী হানীফাহ

২১. আল মুকতারাহু ফি আজবিবাতি আসইলাতিল মুছ্বতলাহ

২২. আহাদিছু মু’আল্লাহ যহিরুহাছ ছিহহাহ

২৩. আল জাম’উ বায়নাছ ছ্বলাতাইনী ফিস সাফার

২৪. শারইয়্যাতুছ ছ্বলাতি ফিন নি’আল

২৫. তুহফাতুশ শাবাবির রব্বানী ফির রদ্দি ‘আলাল ইমামি মুহাম্মাদ ইবনে আলী আশ শাওকানী ফি শা’নীল ইসতিমনা

২৬. তাহরীমুল খিযাব বিস সাওয়াদ

২৭. হুকমু তাছবীরি যাওয়াতিল আরওয়াহ

২৮. কুমউল মু’আনিদ ওয়া যাজরিল হাকিদল হাসিদ

২৯. তুহফাতুল মুজিব আলা আসইলাতিল হাদিরি ওয়াল গারিব

৩০. ইজাবাতুস সায়িল আন আহাম্মিল মাসায়িল

৩১. আল মুছারা’আহ

৩২. আল বায়িছু ‘আলা শারহিল হাওয়াদিছ

৩৩. যাম্মুল মাসআলা

৩৪. ফাযায়িহ ওয়া নাযায়িহ

মৃত্যু: এক বছরের বেশী সময় ধরে চিকিৎসাধীন থাকার পর সত্তর বছর বয়সে ১৪২২ হিজরিতে জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button