ছালাতে কুর’আনুল মাজীদ দেখে তেলাওয়াত করা
ছালাতে কুর’আনুল মাজীদ দেখে তেলাওয়াত করা।
– শায়খ যুবাইর আলী যাঈ (রহঃ)
সায়্যেদাহ আয়েশা (রাঃ) এর গুলাম রমাযান মাসে কুর’আন দেখে ছালাত আদায় করিয়েছিলেন। (মুসান্নাফ ইবনে আবী শায়বাহ ২/৩৩৮, হা/৭২১৬ সনদ সহীহ, হা/৭২১৫ সনদ সহীহ। সহীহ বুখারী তা’লীক হা/৬৯২।
সায়্যেদুনা আনাস বিন মালেক (রাঃ) ছালাত আদায় করতেন তখন তার গুলাম কুর’আন ধরে রেখে লুকমাহ দিতেন। (মুসান্নাফ ইবনে আবী শায়বাহ ২/৩৩৮, সনদ হাসান।)
ইমাম মুহাম্মাদ ইবনে সিরিন (রহঃ) (বড় তাবেঈ) কুর’আন মাজীদ দেখে ছালাত আদায় জায়েয মনে করতেন। (ইবনে আবী শায়বাহ : ৭২১৪, সনদ সহীহ)
আয়েশা বিনতে তালহা (বিন উবাইদুল্লাহ আত-তাইমিয়াহ) (রহঃ) তার গুলাম অথবা কাউকে হুকুম দিতেন। আর সে কুর’আন দেখে ছালাত আদায় করাতেন। (ইবনে আবী শায়বাহ : ৭২১৭, সনদ সহীহ)
হাসান বসরী, ইবনে সিরিন, আতা ইবনে আবী রাবাহ কুর’আন দেখে ছালাত আদায় জায়েয মনে করতেন। (ইবনে আবী শায়বাহ ৭২১৮-৭২২০, সনদ সমূহ হাসান)
মুহাম্মাদ ইবনে সিরিন ছালাত পড়াতেন এবং তার নিকটেই কুর’আনের মুসহাফ থাকতো যখন কোন আয়াতের ব্যাপারে সন্দেহ হতো তিনি তখন মুসহাফ দেখে নিতেন। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক ২/৪২০ হা/৩৯৩১, সনদ সহীহ)
ইমাম ইবনে শিহাব যুহুরী (রহঃ) এর নিকট জিজ্ঞাসা করা হলোঃ কুর’আন দেখে ছালাত আদায় করা কি জায়েজ? তিনি জবাব দিলেনঃ জ্বী হ্যা! যখন থেকে ইসলাম আছে তখন থেকে মানুষ এটা করছে। (আল-মাসাহিফ লি ইবনে আবী দাঊদ পৃঃ ২২২, হা/৮০৬-৮০৭, সনদ হাসান, অন্য নুসখা: ৭৮১-৭৮২)
ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী (রহঃ) বলেনঃ আমি রমাযানে কুর’আন মাজীদ দেখে ছালাত আদায় করাতে কোন সমস্যা মনে করি না। (আল-মাসাহিফ লি ইবনে আবী দাঊদ:৭৮০, সনদ হাসান। অন্য নুসখা:৮০৫)