তামাক-জর্দা, বিড়ি-সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম
বর্তমান বিশ্বের শতকরা ৯৫ জন পুরুষ মাদকদ্রব্য সেবনে অভ্যস্ত। এদের পাশা-পাশি ৫৪% মহিলারাও মাদকদ্রব্য গ্রহণ করছে। যাকে ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। এহেন পরিস্থিতিতে কিছু সংখ্যক আলেমও তা সেবন করছে আর এ বদনাম হতে বাঁচার জন্য নিজেরা ফাতওয়া তৈরী করে বলছেন, এগুলো মাকরূহ। আলেমরাই যদি এধরনের ফাতওয়া প্রদান করেন, তাহলে তা তো অবশ্যই বৃদ্ধি পাবে।
উপরোক্ত সকল সমস্যা সমাধানের লক্ষ্যে এ পুস্তিকাটি জাতির সামনে এ বইটি লিখেছেন তরুণ লেখক ও গবেষক কামরুল হাসান বিন আব্দুল মাজীদ। এটি প্রকাশ করেছে ওয়াহীদিয়া ইসলামীয়া লাইব্রেরী। আর এতে সার্বিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ থেকে।
মহান আল্লাহ তা’আলা আমাদের সকল মুসলিম ভাইকে উক্ত আলোচনা হতে শিক্ষা গ্রহণ করে হিদায়াতের পথ উন্মুক্ত ও প্রশস্ত করুন। আমীন।
এক নজরে বইটি :
কুরআন-সহীহ হাদীস ও স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে
তামাক-জর্দা, বিড়ি-সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম
রচনায় : কামরুল হাসান বিন আব্দুল মাজীদ।
বিশেষ সহযোগীতায় : শাইখ আবদুল্লাহ আত ত্বরিক ও মুহাম্মাদ শহীদুল্লাহ বিন সিরাজ
প্রকাশনায় : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী।
পৃষ্ঠা : ৩৪
সাইজ : ১.৫৩ মেগাবাইট
ডাউনলোড