কুরআন ও সহীহ হাদীসের আলোকে তালাক্ব

সংক্ষিপ্ত বিবরণ:
আমাদের সমাজে তালাক্ব বিড়ম্বনার কথা কে না জানে, তালাক্ব নিয়ে অনেক ঝামেলা, অশান্তি সৃষ্টি হয়। কতিপয় মৌলবী সাহেব তালাক্বের ফাতওয়া দিয়ে পরিবেশ গরম করে তোলেন, শেষ পর্যন্ত কোট পর্যন্ত গড়ায়।
তালাকের মাসআলায় দ্বন্দ্ব থাকায় ভিন্ন ভিন্ন ফাতওয়া আসে, কেউ বলে বিবি হারাম, আবার কেউ বলে হালাল। বিষয়টি যখন বিজাতীয়দের কানে পৌঁছায় তখন তাদের মুখ থেকে অসংগত কথা শুনা যায়। তাতে তাদের দোষ দেয়া যায় না কারণ তারা যেভাবে শোনে সেইভাবেই বলে।
সবচেয়ে বেদনাদায়ক অবস্থা হয় তখন, যখন কেউ নিজ বিবিকে রাগের মাথায় তালাক্ব তালাক্ব বলে ফেলে, ক্রোধ শীতল হয়ে এলে লজ্জিত হয়ে কোন রাস্তা খুঁজে না পেষে অবশেষে ইমাম সাহেবের নিকট গিয়ে ফাতাওয়া চায়, ইমাম সাহেব তখন বিবি হারামের ফাতওয়া দেন এবং বলেন “হালালা (হিল্লা)” ছাড়া উপায় নেই অর্থাৎ সাময়িক ভাবে অন্য ব্যক্তির সাথে বিবাহ ছাড়া কোন উপায় নেই, এক রাতের জন্য অন্য ব্যক্তির সাথে বিবাহ দিয়ে হালাল করতে হবে!! এ কারণে ইসলাম বিরোধীরা ইসলামী বিধানে কাদা ছুড়তে সুযোগ পায় এবং বলে, মুসলমানরা মেয়ে নিয়ে খেলা করে।


 তাই এই বিধানের দর্শন ও তাৎপর্য কি তা আমাদের জানা ও অপরকে জানানো একান্ত প্রয়োজন। আর এ বইয়ে এ বিষয়ে সঠিক তথ্য আলোচনা করা হয়েছে।

Talaq

বইয়ের নাম: কুরআন ও সহীহ হাদীসের আলোকে তালাক্ব

প্রনয়ণে: মুহাম্মাদ মুকাম্মাল হক আল-ফাইযী

ফাইল টাইপ: পিডিএফ (পেজিনেশন, বুকমার্কস ও পেইজ-লিংককরা কন্টেন্ট সহ)

সাইজ: ১৭৯ পৃষ্ঠা, ৫.৫৩ মে.বা.

ডাউনলোড

Mediafire Link

WordPress server

Source

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan