ইসলামী বই : আহকামুল হাজ্জ ওয়াল উমরাহ
ইসলামের পঞ্চম স্তম্ভ বায়তুল্লাহয় হাজ্জ সম্পাদন করা। হাজ্জ সামর্থ্যবানদের জন্য যেমন একটি ফরয ইবাদাত তেমনি নিজের অপরাধ মোচন করে নিয়ে নিস্পাপ হওয়া ও জান্নাত পাওয়ার একটি অন্যতম মাধ্যম। কিন্তু শর্ত হল হাজ্জ হতে হবে আল্লাহর কাছে মাকবূল। মূলতঃ এ কামনা-বাসনাই সকল হাজী সাহেবানদের। আরমরাও সেরূপ কামনা করি। কিন্তু শুধু কামনাই কি যথেষ্ট? না, বরং কামনার সাথে বাস্বততার মিল থাকা চাই। বাস্বত দেখা যায় হাজী সাহেবদের অনেকেই অজানার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, আবার অনেকেই জানার চেষ্টা করলেও সঠিক মাধ্যম পাচ্ছেন না। হাজ্জ- উমরার বিষয়ে বাংলা ভাষায় পর্যাপ্ত পরিমাণে বই পুস্তক লেখা হলেও বেশীভাগই খেয়ালী বা মনগড়া চিন্তা-চেতনায় লেখা হয়েছে। বিশুদ্ধ সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রকৃত সুন্নাহর আলোকে লেখা হয়েছে এর সংখ্যা খুবই নগন্য।
অথচ রাসূল (সা) বলেছেন,
‘‘তোমাদের হাজ্জ ও উমরাহ পালনের নিয়ম- বিধান আমার কাছ থেকে শিখে নাও। (সহীহ মুসলিম হা/১২১৮)
এ বিষয়ে পড়া-লেখা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বইটি রচনা করেছেন শাইখ শহীদুল্লাহ খান মাদানী ।
বইয়ের নামঃ হাজ্জ, উমরাহ ও যিয়ারাতের নিয়ম বিধান
প্রকাশনায়ঃ আল খাইর পাবলিকেশন্স
ফাইল টাইপঃ পি.ডি.এফ
পৃষ্ঠা: ৩১৩
সাইজ: ১.৬ মেগাবাইট।
ডাউনলোড