বইঃ হজ্জ সফরে সহজ গাইড – নতুন সংস্করণ ২০২৪

সংক্ষিপ্ত বর্ণনাঃ হজ্জ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদি স্তম্ভ। ইসলামের এই মহান ইবাদতটি পালন করার সময় এর নিয়মনীতি সঠিকভাবে না জানার কারনে অনেকে বিভ্রান্তিতে পতিত হন। অনেকে হজ্জ করতে গিয়ে শির্ক, বিদআত ও কুসংস্করাচ্ছন্ন ত্রুটিপূর্ণ কাজে পর্যবসিত হন। হজ্জযাত্রীরা সাধারণত দুই একটা বই পড়ে অথবা মানুষের মুখের কথা শুনে হজ্জ সম্পর্কে জানার চেষ্টা করেন – কিন্তু এর মধ্যে কোন ভুলত্রুটি আছে কিনা সেটা যাচাই করেন না। অনেকেই শুদ্ধতা যাচাই করার বিষয়টি চিন্তাও করেন না। বেশিরভাগ মানুষ যে হজ্জ এজেন্সীর সাথে হজ্জে যান অন্ধভাবে তাদের করা নিয়মনীতি পালন করেন। কিন্তু এটি মোটেই কাম্য নয়। আমার আপনার হজ্জ হতে হবে মুহাম্মাদ (সা.) ও সাহাবীদের মতো। আমার আপনার হজ্জ হতে হবে কুরআন ও বিশুদ্ধ হাদীসের এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আলহামদুলিল্লাহ, এই হজ্জ গাইডটি বাজারে প্রচলিত হজ্জ গাইডগুলোর মধ্যে অন্যতম অত্যাধুনিক, পরিপূর্ণ ও সহীহ হজ্জ গাইড।

আপনি যদি চলতি বছরের অথবা আগামী বছরের হজ্জযাত্রী হন তবে বইটি বিনামূল্যে প্রাপ্তিস্থানসমূহ থেকে সংগ্রহ করুন ও পড়ুন। বইটি আপনার হজ্জ সফরে সঙ্গে নিন। আপনার পরিচিতজন যারা চলতি বছর হজ্জে যাচ্ছেন অথবা  যারা আগামী বছর হজ্জে যেতে ইচ্ছুক তাদের হজ্জ এর নিয়মকানুন জানতে এই বইটি উপহার দিন। আপনি যদি বইটির একাধিক কপি সংগ্রহ করে বিনামূল্যে বিতরণে সহযোগিতা করতে চান তবে বইটির প্রপ্তিস্থানসমূহে অথবা সংকলকের সাথে সরাসরি (০১৭১১৮২৯৪৯৬) যোগাযোগ করুন।

হজ্জ গাইডটির বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ

  • বইটিতে কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক উমরাহ, হজ্জ ও মদীনা জিয়ারতের বিষয়গুলো বর্ণনা করা হয়েছে।
  • উমরাহ ও হজ্জের যাবতীয় কর্মের সহীহ হাদীসভিত্তিক রেফোরেন্স ও পর্যাপ্ত ছবি সংযোজন করা হয়েছে।
  • অত্যন্ত সাবলীল ভাষায় গল্পের মতো করে ধারাবাহিকভাবে হজ্জ সফরের যাবতীয় বিষয় উলে­খ করা হয়েছে।
  • উমরাহ ও হজ্জ পালনের ক্ষেত্রে যাবতীয় ভুলত্রুটি ও বিদআতসমূহ তুলে ধরা হয়েছে।
  • বইটিতে কাবা ও হজ্জের সংক্ষিপ্ত ইতিহাস এবং হজ্জের তাৎপর্য, ফযীলত ও শর্তাবলীসমূহ আলোচনা করা হয়েছে।
  • হজ্জের পূর্বপ্রস্তুতিমূলক মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি ও সফরের প্রস্তুতি তুলে ধরা হয়েছে।
  • হজ্জের প্রকারভেদ ও হজ্জ সফরের যাত্রার বাস্তব ধারণার অনুরুপ বর্ণনা করা হয়েছে।
  • উমরাহ ও হজ্জ পালনের পূর্ণ নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে।
  • মাসজিদুল হারাম ও মাসজিদে নববীর পরিচিতিমূলক বর্ণনা করা হয়েছে।
  • কুরআন ও হাদীসে বর্ণিত দুআসমূহ পাঠ করার জন্য সংযোজন করা হয়েছে।
  • দর্শনীয়স্থানসমূহে জিয়ারাহ ও কেনাকাটা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
  • হজ্জ সম্পাদনের পর করণীয় বিষয়সমূহ উলে­খ করা হয়েছে।

বইটি বিনামূল্যে সংগ্রহের প্রাপ্তিস্থানসমূহঃ

  • আল ফুরকান লাইব্রেরি, বাংলাবাজার ঢাকা। 01672475769
  • তাকওয়া বুকস। উত্তরা সেক্টর-১৩ মসজিদ সংলগ্ন, উত্তরা, ঢাকা। 01761429077
  • আল-ফুরকান লাইব্রেরী। ৭৭৯, মণিপুর (হাই স্কুলের কাছে), মিরপুর-২, ঢাকা। 01672475769
  • ইসলামকে জানুন লাইব্রেরী। গোড়ান, রানি বিল্ডিং, খিলগাঁও, ঢাকা। 01736062841
  • আল-মারুফ পাবলিকেশন্স, কনকড এম্পোরিয়াম, ৭৮ নং শপ। মোবাইল : 01673270199
  • আয়াত স্টোর। গুলজার টাওয়ার, তৃতীয় তলা, চকবাজার, চট্টগ্রাম।
    01828376184
  • আদ দ্বীন শপ। ৩ কেডি এভিনিউ ৭ রাস্তার মোড়, খুলনা। 01952337118
  • আর তাকওয়া মসজিদ। কুমারপাড়া, সিলেট। 01894946363
  • ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরী। রানীবাজার, মাদ্রাসা মার্কেট, রাজশাহী। 01730934325
  • বইয়ের সংকলক (মোঃ মোশফিকুর রহমান), গুলশান, বারিধারা, বসুন্ধরা, ঢাকা। 01711829496

বইটি বিতরন/সংগ্রহের ক্ষেত্রে ২টি মূলনীতিঃ

১. বইটি শুধুমাত্র চলতি বছর অথবা আগামী বছর নিশ্চিত নিয়ত আছে এমন হজ্জযাত্রীদের বিনা মূল্যে বিতরণের উদ্দেশ্যে।
২. একই পরিবারের স্বামী-স্ত্রী/পিতা-পুত্র/মা-সন্তান হলে অর্থাৎ একই পরিবারের একাধিকজন হলে ১টি বইয়ের কপি শেয়ার করে পড়ার অনুরোধ জানানো হচ্ছে।

সমাজের দানশীল ব্যক্তিবর্গ ও যারা দ্বীনপ্রচারে আগ্রহী এবং বিভিন্ন হজ্জ এজেন্সির কাছে বইটি ছাপানো ও বিতরনের বিষয়ে হালাল আর্থিক সহযোগিতার আহবান জানানো হলো। এই হজ্জ বইটি www.waytojannah.netwww.quraneralo.comwww.islamhouse.com থেকে সফটকপি ডাউনলোড করা যাবে। বইটির এন্ডরয়েড এ্যাপসও ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর থেকে এই নামে – hajj sofore sohoj guide. আল্লাহকে সন্তুষ্ট করার এবং দ্বীনি শিক্ষা প্রচারের এই ক্ষুদ্র প্রয়াসকে যেন আল্লাহ কবুল করে নেন। আমরা শুধুমাত্র তাঁরই কাছে এর উত্তম প্রতিদান আশা করি। আমিন !

ডাউনলোড লিংক

Web Server

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button
kiw kow kan