বইঃ ব্যভিচার ও সমকামীতা

সংক্ষিপ্ত বর্ণনাঃ ইসলামে সবচেয়ে নিকৃষ্ট পাপ গুলোর মধ্যে দুটি হচ্ছে ব্যভিচার ও সমকামীতা। কুরআন ও সহীহ সুন্নাহতে এইপাপের ভয়াবহতা সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। ব্যভিচার ও সমকাম আজ সামাজিক এক ব্যাপক ব্যাধিতে পরিণত হয়েছে। যা এখন আর কারোর অজানা নয়। অথচ আল্লাহ্ তা’আলা কুর’আন মাজীদে এ জাতীয় কর্মকাণ্ডকে অশ্লীল, অরুচিকর ও অতি নিকৃষ্ট কাজ বলে আখ্যায়িত করেছেন। হয়তোবা যৌনাঙ্গ হিফাযতের সুখকর পরিণতি এবং ব্যভিচার ও সমকামের ভয়াবহ পরিণতির কথা জানতে পারলে পথহারা এ মানুষগুলো কিছুটা হলেও আল্লাহ্ তা’আলাকে ভয় পাবে ও এ অশ্লীল কাজ করতে নিরুৎসাহিত হবে। ব্যভিচারকে আল্লাহ মানুষ হত্যার সাথে তুলনা করেছেন আর সমকামীতার জন্য আল্লহ লুত (আঃ) এর পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। এই রকমের নিকৃষ্ট কাজের সম্পর্কে আমাদের জানতে হবে যাতে আমরা এ সব থেকে নিজেদের রক্ষা করতে পারি। এই বিষয় কুরআন সুন্নাহের আলোকে লেখক বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। যৌনাঙ্গ হিফাযতের ফযীলত, ব্যভিচার ও সমকামের ভয়াবহ পরিণতি এবং এগুলো থেকে উত্তরণের পথ পাওয়ার জন্য ‘ব্যভিচার ও সমকাম’ চমৎকার একটি বই।

 Bavichar o Somokam
এক নজরে বইটি:

কুরআন ও সহীহ হাদীসের আলোকে ব্যভিচার ও সমকাম

সম্পাদনা: মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ

প্রকাশনায়: বাদশা খালিদ সেনানিবাস প্রবাসী ধর্মীয় নির্দেশনা কেন্দ্র

পৃষ্ঠা: ১০৫

সাইজ: ১.৬ মেগাবাইট।

ডাউনলোড

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button