ইমাম শাওকানী (রহ) : জীবন ও কর্ম

বহুমুখী প্রতিভার অধিকারী, জ্ঞান-গবেষণার অন্যতম পুরোধা মুহাম্মাদ ইবন আলী আশ শাওকানী। জ্ঞান-গবেষণা, অধ্যাপনা, গ্রন্থ রচনা ও বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে যে সকল মনিষী অবিস্মরণীয় হয়ে আছেন, তাঁদের একজন হলেন তিনি। আশ-শাওকানী ছিলেন একাধারে চিন্তাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক, সুসাহিত্যিক, কবি, আইনবিদ ও যোগ্য বিচারক। আল্লামা আশ-শাওকানী সে যুগের একজন সুযোগ্য মুজতাহিদ ছিলেন। তিনি কুরআন সুন্নাহর আলোকে ইসলামের প্রকৃত রুপরেখা অত্যন্ত যোগ্যতার সাথে তুলে ধরেছেন। তিনি মাযহাব ও ব্যক্তি বিশেষের তাকলীদ তথা অন্ধ অনুকরণের আবর্ত থেকে বেরিয়ে মুক্ত ও স্বাধীন চিন্তা অনুশীলনের পথে পা বাড়ান। ইজতিহাদ অর্থ্যাৎ চিন্তা গবেষণা করে মাসআলা চয়নে তিনি ছিলেন পারদর্শী। ইসলামী আইন শাস্ত্রে তাঁর ছিল বিশেষ পান্ডিত্য। বিচার কার্যেও তার দক্ষতা ও যোগ্যতা ছিল সুবিদিত। তিনি শিরক, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং লিখনীর মাধ্যমে এগুলোর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস করেছেন। তিনি অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। 

তাঁর এই বর্ণাঢ্য জীবনের বিভিন্ন অবদান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনার জন্য “মুহাম্মাদ ইবন আলী আশ-শাওকানী : জীবন ও কর্ম” এই শিরোনামে অভিসন্দর্ভ রচনা করেছেন ” ড. মুহাম্মাদ ছামিউল হক ফারুকী। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক সেন্টার। বইটি স্ক্যান করেছে এই ফেসবুক পেজ ।

Biography of Imam Ash Shawkani

বইটির আলোচ্য বিষয়ের অন্যতম হলো :

  • ইমাম শাওকানীর সময়কালে মুসলিম বিশ্বের অবস্থা
  • উসমানী খিলাফাত
  • এসময় মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা
  • মুসলিমদের শিক্ষা ও জ্ঞান চর্চ্চার অবস্থা
  • সামাজিক ও ধর্মীয় অবস্থা
  • ইমাম শাওকানীর নাম, বংশ পরিচয়, শিক্ষা জীবন
  • ইমাম শাওকানীর কর্মজীবনী, শিক্ষকতা, ছাত্রবৃন্দ ও ফাতওয়া প্রদান
  • তাঁর রচিত গ্রন্থ রিসালা (ক্ষুদ্র পুস্তিকা)
  • অন্যতম তাফসীর ফাতহুল কাদীর
  • অন্যতম বৃহৎ হাদীস সংকলন “নাইলুল আওতার”
  • ইমাম শাওকানীর সাহিত্য ও কাব্য প্রতিভা
  • ইমাম শাওকানীর বিচারকের দায়িত্ব পালন
  • ইজতিহাদ, মাযহাব, তাকলীদের বিষয়ে ইমাম আশ-শাওকানীর (রহ) চিন্তাধারা
  • মুতাশাবিহ আয়াতের ক্ষেত্রে ইমাম শাওকানীর নীতি
  • ফিকহ এর ক্ষেত্রে ইমাম শাওকানীর নীতি
  • ইমাম শাওকানীর আক্বীদা
  • যায়দিয়া মাযহাব ও ইমাম শাওকানী
  • ইমাম শাওকানী (রহ)-এর সংস্কারমূলক কর্মকান্ড প্রভৃতি।

এক নজরে বইটি :

আল্লামা মুহাম্মদ ইবন ‘আলী আশ্‌ শাওকানী : জীবন ও কর্ম

রচনা: ড. মো: ছামিউল হক ফারুকী

প্রকাশনায়: গবেষণা বিভাগ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা

পৃষ্ঠা :৮৮

সাইজ : ৩ মেগাবাইট

ডাউনলোড

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88