রাসূলের যুগে নারী স্বাধীনতা (১-৪ খন্ড একত্রে)
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে পুরুষের সাথে বর্তমানে নারীরাও ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ইসলামী সভ্যতা ও সংস্কৃতি মুসলিম দেশগুলোতেও কোণঠাসা হয়ে পড়েছে। নারীরা বর্তমানে কর্মক্ষেত্রের পাশাপাশি নিজেদের অধিকারের নামে এক নবতর ও অদ্ভুত আন্দোলন করছে। এক্ষেত্রে পর্দার তো কোন বালাই নেই। পাশ্চাত্য সমাজে নারীরা বর্তমানে সকল সম্মান হারিয়ে পণ্যরুপে ব্যবহৃত হচ্ছে। তেমনি ধ্বংস আমাদের সমাজেও প্রসারিত হয়েছে। নারীরা অধিকার দাবী করতে গিয়ে যে তাদের মূল্যবান অনেক কিছু হারাচ্ছে তারা তা ভুলতে বসেছে। বর্তমানে ইসলামের মৌলিক বিষয়গুলোকে আক্রমণ করা অত্যন্ত সহজ হয়ে গেছে। এক্ষেত্রে ইসলামী বিরোধী তথাকথিত নারীবাদীদের প্রথম পছন্দ ইসলামে নারীর অধিকার। ইসলাম নারীদের অধিকার খর্ব করেছে বা কোন স্বাধীনতা দিতে চায় না, এরকম অমূলক অভিযোগ করে থাকে। এসব অভিযোগের অনেক জবাব দেয়া হয়েছে। ডা.জাকির নায়েকের বই বা লেকচারে বিস্তারিত বিদ্যমান। ইসলামী সমাজে নারীদের স্বাধীনতা, অধিকার, আইন প্রভৃতি বিষয়ে পূর্ণাঙ্গ বই বাংলা ভাষায় অনেক কম। এরকম কয়েকটি বইয়ের মধ্যে ড: মুসতফা আস সিবায়ী’র “ইসলাম ও পাশ্চাত্য সামাজে নারী” (অনুবাদ বই) অসাধারণ। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে বেশ কিছু বই বিদ্যমান। ইসলামে নারীদের অধিকার, দায়িত্ব, কর্তব্য, স্বাধীনতা প্রভৃতি নিয়ে পূর্ণাঙ্গ সিরিজের বই এটি। এটি রচনা করেছেন আবদুল হালীম আবু শুক্কাহ। বইটি অনুবাদ করে প্রকাশ করেছে “বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট”।
সিরিজটির অনন্য বৈশিষ্ট্য:
- কুরআন, সহীহ বুখারী ও মুসলিমের হাদীসের ভিত্তিতে নারী সমস্যার বিস্তারিত বাস্তবভিত্তিক পর্যালোচনা
- এছাড়া অন্য হাদীস গ্রন্থগুলো থেকেও সংকলিত হয়েছে।
- বইগুলো অধ্যায় ও পরিচ্ছেদ ভিত্তিক সুন্দরভাবে সাজানো।
- বইটির কলেবর না বাড়ানোর জন্য বিভিন্ন বিষয়ে যেটি কুরআন হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই আলেমেরই উক্তি বর্ণনা করা হয়েছে।
- মতবিরোধপূর্ণ বিষয়ের উপর পর্যালোচনামূলক আলোচনা বিদ্যমান।
- ইসলামী জ্ঞানের পাশাপাশি মানবিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখাপ্রশাখা আলোচিত হয়েছে।
- আধুনিক সমস্যা সংক্রান্ত বিষয়গুলোও বর্ণিত হয়েছে। যেমন নারী সংক্রান্ত সমস্যা, সামাজিক নিরাপত্তা, সংশোধন ও পরিবর্তন পদ্ধতি।
- বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।
১ম খন্ডের আলোচ্য বিষয়গুলোর অন্যতম:
- গ্রন্থ রচনা উদ্দেশ্য
- গ্রন্থের বিষয়বস্তু
- আল কুরআনে উল্লেখিত ব্যক্তিত্বসম্পন্ন নারীর পরিচয়।
- নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আল-কুরআনের ভাষ্য
- নারীর ব্যক্তি স্বাধীনতা
- নারীর পারিবারিক মর্যাদা
- জাহেলীয়াতের অজ্ঞতা ও নির্যাতন থেকে নারীর মুক্তিদান
- বিধান ও তালাকপ্রাপ্তদের অধিকার
- আল-কুরআনে নারীর গৌরবোজ্জ্বল ভূমিকা
- স্ত্রী, কন্যা হিসেবে নারীর মর্যাদা
- বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রশংসনীয় ভূমিকা।
- মুসলিম নারী ব্যক্তিত্ব ক্ষমতা এবং তার অধিকার ও দায়িত্বানুভূতির কিছৃ দৃষ্টান্ত।
- কতিপয় ব্যক্তিত্বসম্পন্ন নারীর জীবনী
- নারীদের সম্পর্কে বিভিন্ন হাদীসের পর্যালোচনা ও ব্যাখ্যা
- মুসলিম নারীর সাথে মুসলিম পুরুষের আচরণগত কতিপয় দিক প্রভৃতি।
২য় খন্ডের আলোচ্য বিষয়ের অন্যতম হলো :
- রাসূলের যুগে সামাজিক তৎপরতায় নারীর অংশগ্রহণের কারণ
- সামাজিক কর্মকান্ডে মুসলিম নারীর অংশগ্রহণ ও পুরুষের সাথে দেখা-সাক্ষাতের নিয়মাবলী
- বিভিন্ন নবী-রাসূলের যুগে মুসলিম নারীর সমাজ জীবনের কর্মতৎপরতায় অংশগ্রহণ
- পর্দা ফরয হওয়া পূর্বের ঘটনা
- রাসূলের যুগে মুসলিম নারীদের সামাজিক তৎপরতায় অংশগ্রহণের বিভিন্ন ঘটনা
- নারীদের পেশাগত কাজে অংশগ্রহণের ঘটনাবলী ও এ বিষয়ে নির্দেশনা।
- মুসলিম নারীদের রাজনৈতিক তৎপরতায় অংশগ্রহণ সম্পর্কিত ঘটনাবলী প্রভৃতি।
৩য় খন্ডের আলোচ্য বিষয়গুলোর অন্যতম হলো :
- সামাজিক কর্মে মেয়েদের অংশগ্রহণ ও পুরুষদের সাথে দেখা-সাক্ষাতের প্রশ্নে বিরুদ্ধবাদীদের জবাব
- একসাথে কাজ করা ও দেখা-সাক্ষাতের যৌক্তিকতার বিরুদ্ধে আপত্তির জবাব
- নারী ও পুরুষের এক সাথে কাজ করা ও দেখা-সাক্ষাত নিষিদ্ধ হওয়ার যুক্তি পর্যালোচনা।
- উসূলে ফিকহের আলোকে হিজাবের বিশেষত্ব
- ইসলামী আইন প্রণয়নের পদ্ধতি এবং বিপর্যয়ের পথরোধের ক্ষেত্রে ভারসাম্য।
- নবী যুগে ইসলামী বিধান প্রয়োগের ক্ষেত্রে কতিপয় মাইলফলক প্রভৃতি
৪র্থ খন্ডের আলোচ্য বিষয়গুলোর অন্যতম :
- নারী পোশাকে শরীয়তের শর্ত আরোপের উদ্দেশ্য ও এর অন্তর্নিহিত রহস্য
- মুসলিম নারীর পোষাকের বিবরণ এবং সতরের সীমা
- মেয়েদের চেহারা খোলার রাখার বিষয়ে বিধান
- মেয়েদের চেহারা খোলার রাখার বিষয়ে তুলনামূলক পর্যালোচনা (যদিও বর্তমানে এই ফিতনার যুগে তা খোলা না রাখারই পক্ষে যুক্তি বেশী বলে আমরা মনে করি)
- জাহেলী ও ইসলামী যুগে নিকাব
- ইহরামে নারীর চেহারা খোলা রাখার বিধান
- মুসলিম নারীর পোশাক ও সৌন্দর্যে ভারসাম্য রক্ষা করা।
- মুসলিম নারীর সাজসজ্জা
- মুসলিম নারীর পোশাক ও পুরুষের পোশাকের পার্থক্য
- কাফিদের পোশাক ও মুসলিমের পোশাক প্রভৃতি।
সবগুলো খন্ড একত্রে ডাউনলোড
আচ্ছা, নবী-রাসূলদের কেন মধ্যপ্রাশ্চে পাঠানো হতো অন্য কোন দেশে পাঠানো হলো না কেন,একটু বলবেন কি ?