হাফিয ইবনু হাজার আসকালানী (রহ): জীবন ও কর্ম

আলিমগণ হলেন জ্ঞান-বিজ্ঞান ও আলোর পথ প্রদর্শক। তাঁরা জাতির চিন্তাশীল বিবেক। জাতির মশাল। এ আলোর মাধ্যমে মানুষ অন্ধকারে পথ খুঁজে নেয়। তাদের হাত ধরেই মানুষ সরল সঠিক পথে চলার সুযোগ পায়। এ বিবেচনায় মুসলিম জাতির নেতৃবৃন্দ ইসলামের ইতিহাসের উষালগ্ন থেকেই আলিমদের গুরুত্ব, মর্যাদা এবং তাদের মাধ্যমে মুসলিম জাতির জীবন ও  কার্যক্রম গতিশীল রাখার প্রয়োজনকে তীব্রভাবে অনুভব করেছে। ফলে উম্মাতের শ্রেষ্ঠ জ্ঞান-গুণীদের বর্ণাঢ্য জীবনী ও কর্ম তুলে ধরে ইতিহাস ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। রচিত হয়েছে নবী ও রাসূলগণের জীবনী, সাহাবাগণের জীবনী, খলীফাদের জীবনী ও আলিমদের জীবনী। আলোচিত হয়েছে তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, গুণাগুণ,কর্ম, আচার-আচরণ, স্বভাব-চরিত্র, লেনদেন, উপদেশ ইত্যাদি বিষয়। ইমাম ইবন হাজার আসকালানী জ্ঞানী, গুণী ও মহৎ ব্যক্তিদের অন্যতম, যাঁদের জীবন ও কর্মে মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তিনি নিজেদের মধ্যে ব্যাপক জ্ঞান ও পর্যাপ্ত ইলম সঞ্চয় করেছিলেন। বাস্তব জীবনের সকলে ক্ষেত্রে: কাজ-কর্মে, ইবাদাত বন্দেগীতে, আল্লাহ ভীতিতে, সুন্দর আচরণ ও উন্নত মু’আমালাতের মাধ্যতে তা ফুটিয়ে তুলেছিলেন।

Hafiz Ibn Hajar Askalani

তাঁর এই কর্মময় জীবনকে সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় এর ইসলমিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুস সামাদ। তিনি “হাফিয ইবনু হাজার আল আসকালানী : জীবন ও কর্ম” শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। এটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক সেন্টার।

বইটিতে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো :

  • ইবনু হাজার সমকালীন অবস্থা (রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ও সাংস্কৃতি অবস্থা)
  • ইবনু হাজারের জীবন পরিক্রমা ( নাম, বংশ, সন্তান, বাল্যকাল, সহধর্মিনী, সন্তানাদি)
  • ইবনু হাজারের অর্থনৈতিক অবস্থা
  • ইবনু হাজারের চরিত্র ও গুণাবলী
  • সুন্নাহর প্রতি গভীর ভালবাসা
  • ইবনু হাজারের নিরপেক্ষ গবেষণা
  • ইবনু হাজারের শিক্ষা
  • হাদীস, ফিকহ ও উসূলুল ফিকহ শিক্ষা
  • আরবী ভাষা ও সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা অর্জন, ইলমুল কিরাআত শিক্ষা, ইবনু হাজারের শিক্ষা সফর।
  • ইবনু হাজারের মাশায়িখ ও শিক্ষকবৃন্দ
  • ইবনু হাজারের ছাত্রগণ
  • ইসলামী জ্ঞানশাখা (আক্বীদাহ, উলুমুল কুরআন,  হাদীস, রিজালশাস্ত্র, ইতিহাস, সীরাত, জীবনী ফিকহ প্রভৃতি) বিষয়ে ইবনু হাজার আসকালানীর অবদান
  • ইবনু হাজার আসকালানীর কর্মময় জীবন (ইমলা, অধ্যাপনা, ফাতওয়া প্রদান, বিচার কার্য, বক্তৃতা, ওয়াজ নসীহত ও ইমামতি করা)
  • ইবনু হাজার আসকালানীর তাকওয়া বা আল্লাহ-ভীতি, ব্যক্তিগত মেধা ও প্রতিভা।
  • ইবনু হাজাররে অনন্য রচনা ফাতহুল বারী ও এর সম্পর্কে আলোচনা
  • আহলুস সুন্নাহ ওয়াল জামা’আতের সাথে তাঁর সম্পর্ক
  • ইবনু হাজারের আক্বীদাহ বিষয়ক কিছু দৃষ্টি আকর্ষণী
  • ইবনু হাজার আশ’আরী ছিলেন না।
  • আক্বীদাহ বিষয়ে ইবনু হাজারের পদ্ধতির উপর কতিপয় দৃষ্টি আকর্ষণী
  • হাদীস শাস্ত্রে ইবনু হাজারের অনুসৃত পদ্ধতি
  • হাদীস শাস্ত্রে ইবনু হাজারের শিথিলতার প্রকারভেদ
  • সমকালীন আলিমদের মধ্যে তাঁর অবস্থান
  • ইবনু হাজারের মৃত্যুকাল, পরিশেষে উপসংহার।

এক নজরে বইটি:

 হাফিয ইবনু হাজার আল আসকালানী : জীবন ও কর্ম

রচনা: মুহাম্মাদ আবদুস সামাদ

প্রকাশনায়: বাংলাদেশ ইসলামিক সেন্টার

পৃষ্ঠা: ৭০

সাইজ: ২ মেগাবাইট

ডাউনলোড

..

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

  1. ইসলামী সব নির্ভুল বইগুলো পাওয়ার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য একটি সাইট।
    আল্লাহ আপনাদের এই কাজকে কবুল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88