
ইত্তিবায়ে সুন্নাতের মাসায়েল
ইসলামের অন্যতম উৎস সুন্নাহ বা হাদীস। নবী কারীম (সা) আল্লাহর কিতাব কুরআনের মর্মবাণী ও ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে বলে দিতে এবং তা হতে কিভাবে আমল করা যায় তার একটি বাস্তব নমূনা ও আদর্শ জনগণের সামনে পেশ করতে আদিষ্ট ছিলেন। তিনি তাঁর এই মহান দায়িত্ব পালন করত: এবেং নবী রাসূল, দায়ী ও মুবাল্লিগ, মুআ’ল্লিম ও মুরুব্বী, ন্যায়-নিষ্ঠ শাসক ও বিচারক, আমির বিল মা’রুফ ও নাহি আনিল মুনকার, আত্মশুদ্ধিকারক ও আধ্যাত্মিক গুরু, কুরআনের ব্যাখ্যাকার ও আল্লাহর মুরাদ বর্ণনাকারী এবং পরষ্পরের বিবাদ মীমাংসাকারী ও হালাল হারাম নির্ণকারী হিসেবে যা বলেছেন যা করেছেন এবং যা অনুমোদন ও সমর্থন করেছেন সেই সব কথা, কাজ, সমর্থন ও অনুমোদনকেই বলা হয় হাদীস ও সুন্নাহ। রাসূলুল্লাহ (সা)এর ক্বাউলী, ফে’লী ও তাক্বরীরি তিন প্রকারে হাদীস বা সুন্নাহই শরীয়তের অন্যতম দলীল। কুরআন মাজীদের পরপরই এটার স্থান। এতদুভয়ের উপর দ্বীন ইসলাম নির্ভরশীল। সৌদি আরব, রিয়াদের বিশিষ্ট ব্যক্তি জনাব মুহাম্মদ ইকবাল কিলানী সাহেব কুরআন ও সহীহ হাদিসসমূহের আলোকে ‘কিতাবু ইত্তিবায়িস সুন্নাহ’ নামে একটি প্রামান্য গ্রন্থ রচনা করেছেন। ইনশাআল্লাহ হাদিস ও সুন্নাহ বিষয়ে এই পুস্তিকাটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য সমানভাবে উপকারি ও সহায়ক হবে বলে দৃঢ় ভাবে বিশ্বাস রেখে ‘কিতাবু ইত্তিবায়িস সুন্নাহ’ বাংলা ভাষায় অনুদিত হল।
এতে আলোচিত হয়েছে:
- সুন্নাহর পরিচয়,
- কুরআনের দৃষ্টিতে সুন্নাহ,
- সুন্নাহর ফযীলত ও গুরুত্ত,
- সুন্নাহর মর্যাদা,
- সুন্নাহর পরিবর্তে মানুষের মতামতের স্থান,
- কুরআন বুঝার জন্য সুন্নাহর প্রয়োজনীয়তা,
- সুন্নাহ মতে আমলের অপরিহার্যতা,
- সাহাবীদের দৃষ্টিতে সুন্নাহ
- ইমামের দৃষ্টিতে সুন্নাহ
- বিদাতের পরিচয় এবং বিদাতের নিন্দা
- বিদাত প্রচারের কারণ
- হাদিস অস্বীকারের ফিতনা
- জাল ও দুর্বল হাদীসের বিধান
এছাড়াও পুস্তিকার আরম্ভে সুন্নাহর তাৎপর্য ও মর্যাদা সম্পর্কীয় একটি গুরুত্বপূর্ণ ভুমিকা বিদআতের পরিচয় ও বিদআত প্রচারের কারণ সম্পর্কে একটি মূল্যবান পরিশিস্ট এবং হাদিস অস্বীকারকারীদের অভিযোগ খন্ডন করে সংক্ষিপ্তাকারে অতি সুন্দর ভাবে হাদিস সংকলনের ইতিহাসও বর্নিত হয়েছে। এছাড়াও জাল ও দুর্বল হাদিস নিয়ে দ্বিধাদন্দ্বের জন্য জাল ও দুর্বল হাদিস নামে পরিশিষ্ট যোগ হয়েছে। সব মিলে বাংলা ভাষাভাষী পাঠক পাঠিকাগণ এই পুস্তিকার মাধ্যমে হাদিস ও সুন্নাহের গুরুত্ত ও মর্যাদা, হাদিস সংকনের ইতিহাস, সুন্নাহের অনুসরণের আবশ্যকীয়তা, এবং বিদাতের অপকারিতা ও বিদাত থেকে বেঁচে থাকার গুরুত্ত ইত্যাদি সম্পর্কে সঠিক নির্দেশনা পেতে সক্ষম হবেন।
বইটির ডাউনলোড লিংক
বিঃ দ্রঃ বইটি ভালো লাগলে নিজে পড়ুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। এবং নিকটস্থ লাইব্রেরি থেকে আপনার কপিটি সংগ্রহ করে প্রকাশনা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। এই বইটি মূলত তাদের জন্য যারা দেশের বাহিরে থাকেন এবং যাদের এই মুহূর্তে সামর্থ্য নেই বইটি কিনে পড়ার। যাদের সামর্থ্য আছে এবং দেশে অবস্থান করছেন আমরা তাদের অনুরোধ করবো আপনারা বইটির একটি কপি প্রকাশকদের নিকট হতে কিনে বাসায় সংরক্ষণ করবেন। এতেকরে প্রকাশকরা আরও নতুন নতুন ভালো বই প্রকাশ করার উৎসাহ পাবেন।