ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেলার বিধান

ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেলার বিধান

ইলমী গবেষণা এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি

অনুবাদ: জাকেরুল্লাহ আবুল খায়ের

ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেলার বিধান

প্রশ্ন: যে ব্যক্তি রমজান মাসে শরয়ী কোন ওযর ব্যতীত ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার কাফ্‌ফারা কী?

উত্তর: যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃত সহবাসের মাধ্যমে রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার উপর তওবাহ সহ কাযা ও কাফ্‌ফারা আবশ্যক।

আর কাফ্‌ফারা হচ্ছে:

১. কোন মুমিন গোলাম আজাদ করা।

২. যদি তা করতে না পারে তাহলে দুই মাস লাগাতার রোজা রাখা।

৩. আর যদি তা করতে না পারে তাহলে ষাটজন গরিব-মিসকিনকে খাদ্য দেয়া।

স্ত্রীর উপরও অনুরূপ আবশ্যক যদি তাকে বাধ্য করে জোরপূর্বক সহবাস করা না হয়।

আর যদি পানাহারের মাধ্যমে রোজা ভেঙ্গে ফেলে, তাহলে তার উপর কাযা ও তওবাহ আবশ্যক, কাফ্‌ফারা আবশ্যক নয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88