কুরআন না বুঝে পড়ার পরিণতি ( ইসলামী ভিডিও )

আজকের সমাজে আমরা যেমন কুরআনকে ভুলতে বসেছি এবং সেই সাথে পাঠকরাও ছেড়ে দিয়েছি। যারা পরছি তারা কুরআনকে বুঝে পড়ছি না। এরফলে কুরআনের মাহাত্ম, আদেশ, নিষেধ, উপদেশ প্রভৃতি আমরা বুঝতে পারছি না, আর আমলও করতে পারছি না। এক শ্রেণীর আলেম (!) আমাদেরকে কুরআন বুঝে পড়ার প্রতি অনুত্সাহিত করছে এই বলে যে, কুরআন অর্থসহ পড়লে আমরা বিভ্রান্ত হবে। অথচ কুরআন পড়ে কেউ বিভ্রান্ত হয় না বরং সকল বিভ্রান্ত দুরকারীই হলো এই কুরআন। মরিস বুকাইলী কুরআন ভুল ধরতে এসে বলতে বাধ্য হয়েছে কুরআনই নির্ভুল।

এই ভিডিওতে সুন্দর ভাবে কুরআন না বুঝে পড়ে আমরা কিভাবে কুরআনের আহবানকে অবজ্ঞা করছি তা রূপকভাবে তুলে ধরা হয়েছে। এটি আমাদের তৈরীকৃত ভিডিও নয়, বরং ফেসবুকে কোন এক ভাইয়ের ভিডিও । আল্লাহ তাকে এর জন্য উত্তম প্রতিদান দিন।

এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরী করে প্রচার করার প্রতি তরুণ সমাজের প্রতি আহবান জানাচ্ছি। আমাদের এরকম সুন্দর আইডিয়া শেয়ার করতে পারেন আমরা সানন্দে গ্রহণ করবো এবং ভিডিওতে রুপান্তরিত করার চেষ্টা করবো।

এছাড়া আপনাদের সংগ্রহে এরকম শিক্ষামূলক ভিডিও থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন যাতে আমরা প্রচার করতে পারি। আল্লাহ আমাদের কুরআন বুঝে পড়ার তাওফিক দিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button