শাইখ নাসিরুদ্দীন আলবানী’র জীবনী [ অডিও লেকচার ]
শাইখ নাসিরুদ্দীন আলবানী গত শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস। তাঁর গৌরবময় জীবন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ সম্পর্কিত কোন বইও তেমন রচিত হয় নি। এই সম্পর্কে এই প্রথম লেকচার এনেছেন শাইখ শহীদুল্লাহ খান মাদানী। লেকচারটিতে সুন্দর ভাবে মুহাদ্দিস আলবানী’র জীবন সুন্দর ভাবে তুলে ধরেছেন।
download