
তাহাবী শরীফ ২য় খন্ড ডাউনলোড
ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে ‘তাহাবী’ বলা হয়। তাঁর সংকলিত হাদীস এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘শারহু মাআনিল আসার’ তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ। এটি মূলত হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের একটি হাদীস গ্রন্থ।
মানবজীবনে প্রয়োজনীয় আহকাম বিষয়ক হাদীসগুলোকে এখানে একত্রিত করা হয়েছে।
গ্রন্থটি বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে ‘নাসিখ’ মানসূখ, বিশেষজ্ঞ আলিম-মনীষীদের ব্যাখ্যা-বিশ্লেষণসমূহ সন্নিবেশীত। শরীআহর বিভিন্ন বিধান সম্পর্কে ইমাম তাহাবীর মতামত এটাতে বিস্তারিত আলোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন আলিমদের অভিমতগুলো এখানে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় খন্ডে আলোচ্য অধ্যায়:
- সালাত (প্রথম খন্ডের পরবর্তী অংশ)
- জানাযা
- যাকাত
- সিয়াম
- হজ্জের আহকাম
এক নজরে বইটি:
তাহাবী শরীফ ২য় খন্ড
মুল নাম: শারহু মাআনিল আসার
রচনায়: ইমাম আবু জাফর আহমদ ইবন মুহাম্মদ আল-মিসরী আত-তাহাবী (রহ)
অনুবাদে: ইসলামিক ফাউন্ডেশন অনুবাদকমন্ডলী
প্রকাশনায়: ইসলামিক ফাউন্ডেশন
পৃষ্ঠা: ৭৫২
সাইজ : ৩৮ মেগাবাইট
ডাউনলোড
অন্য খন্ডগুলোর ডাউনলোড লিংক
স্ক্যান করা বই গুলো ,islamhouse.com এর প্রবন্ধের মতো করলে অনেক কম mb লাগে downloadকরতে ।পড়তেও সুবিধা।
ওগুলো টাইপ করে পিডিএফ করা। এরকম করার চেষ্টা চলছে। দেখি কতদূর করা যায়।