কুরআন ও আধুনিক বিজ্ঞান

আল কুরআন ও আধুনিক বিজ্ঞানের উপর ডা.জাকির নায়েক রচিত এই বইটি অসাধারণ সৃষ্টি। এই বইতে ডা. জাকির নায়েক প্রমাণ করেছেন কুরআনের বিধানের সাথে আধুনিক বিজ্ঞানের কোন অসামঞ্জস্য নেই। ডা. জাকির নায়েক রচিত এই বইটি বাংলা ভাষায় বেশ কয়েকটি প্রকাশনী অনুবাদ হয়েছে। সেই সাথে এটি জনপ্রিয়তাও পেয়েছে। সব অনুবাদের মধ্যে এই অনুবাদটি অনন্য। কেননা এটির অনুবাদের সাথে সাথে বুঝার জন্য প্রয়োজনীয় ছবি ও টীকা যুক্ত করা হয়েছে ফলে বুঝতে সুবিধা হয়েছে। সেই সাথে এটার ফন্ট ও পাতার কোয়ালিটিও অসাারণ।

বইটির অনন্য বৈশিষ্ট্য:

  • সহজ সরল ভাষায় ও সুন্দর ফন্ট এ রচিত।
  • বইটির অনুবাদের পাশাপাশি  বিজ্ঞানের দুর্বোধ্য বিষয়গুলো কে সহজ করে বুঝানোর জন্য প্রয়োজনীয় ছবি ও টীকা সম্বলিত
  • কুরআনের আয়াত ও অনুবাদগুলোকে হাইলাইট করে বড় ফন্টে প্রকাশ
  • এই অনুবাদটি একজন প্রকৌশলী কর্তৃক অনূদিত। ফলে বিজ্ঞানের বিষয়গুলো আরো স্পষ্ট ও বিস্তারিত।
  • লেকচারের বিভিন্ন অংশগুলোকে বিভিন্ন ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।

quran and modern science by zakir naik

এক নজরে বইটি :

কুরআন ও আধুনিক বিজ্ঞান : সামঞ্জস্যপূর্ণ না কি অসামঞ্জসপূর্ণ ?

মূল রচনা: ডা. জাকির নায়েক

অনুবাদ: ইঞ্জিনিয়ার মুহাম্মাদ হাছান

সম্পাদনা: অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক

প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স

পৃষ্ঠা: ৮৩

সাইজ: ৩ মেগাবাইট

ডাউনলোড

Mediafire      WordPress Server (for mobile user)

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan