আক্বীদা ওয়াসিত্বিয়া বাংলা অনুবাদ
মুসলিমের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় আক্বীদা বা দৃঢ় বিশ্বাস। আক্বীদার পরিবর্তনেই মানুষ বিভিন্ন ধর্মের, বিশ্বাসের, গোত্রের, ফিরক্বার হয়ে থাকে। মুসলিমের আমল কবুলের প্রাথমিক শর্তই ঈমান । ঈমান শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হলেও আক্বীদা বিষয়টি একান্তই বিশ্বাসের বিষয়। আমাদের মুসলিমদের মাঝে এই বিশ্বাসগত মতপার্থক্যই বেশী। এর ফলে অনেকেই বিভিন্ন ফিরক্বায় বিভক্ত হয়েছে। অনেকের বিশ্বাস ইসলামের প্রকৃত বিশ্বাসের সাথে মিলে না।সঠিক বিশ্বাসের পাশাপাশি ভ্রান্ত বিম্বাসও আমাদের মাঝে ঢুকে পড়েছে। আক্বীদাগত বিভ্রান্তি চরমে উঠেছে। ইসলামের প্রকৃত স্বরুপ আজ পাওয়া দুষ্কর। সাহাবাগণ থেকে প্রকৃত বিশ্বাসের উপর অনেক কিতাব রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইমাম ইবনে তাইমিয়াহ (রহ) রচিত “আক্বীদা ওয়াসিত্বিয়াহ” ।
এর বাংলা অনুবাদ করেছেন মুতীউর রহমান বিন আবদুল হাকীম সালাফী।
এক নজরে বইটি :
আক্বীদা ওয়াসিত্বিয়া
(আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বীদা)
মূল: শাইখুলইসলাম আহমাদ বিন আব্দুল হালীম বিন তাইমিয়াহ (রহ)
অনুবাদ: মুতীউর রহমান বিন আবদুল হাকীম সালাফী
স্ক্যান : নেট থেকে প্রাপ্ত
এডিট ও সিঙ্গেল পেজে রুপান্তর: ফুয়াদ আল ফিদাহ
পৃষ্ঠা: ৮২
ডাউনলোড
Mediafire Google Drive WordPress Server (For Mobile User)