ইসলামী বই : তাক্বওয়া

তাক্বওয়া বা আল্লাহভীতি মানব জীবনের মূলভিত্তি। এটা আল্লাহর নিকটে মানুষের সম্মান ও মর্যাদা লাভের মাধ্যমও বটে (হুজুরাত ১৩; বায়হাক্বী, শু‘আবুল ঈমান, সিলসিলা ছহীহাহ হা/২৭০০; ছহীহ আত-তারগীব হা/২৯৬৩)। এর মাধ্যমে মানুষ নিজের সার্বিক জীবন সুন্দর ও সুচারুরূপে গড়ে তুলতে পারে। এর দ্বারাই মানুষের যাবতীয় আমল বা কর্ম পরিশীলিত ও পরিমার্জিত হয়। ব্যক্তি সংযমী ও আত্মনিয়ন্ত্রণকারী হতে পারে। ফলে ইহকালে যেমন সে শান্তি লাভ করে, পরকালেও তেমনি আল্লাহর সন্তুষ্টি ও রেযামন্দি হাছিল করতে পারে। পক্ষান্তরে তাক্বওয়াহীন মানুষ যে কোন কাজ করতে দ্বিধাবোধ করে না। পাপাচারে প্রবৃত্ত হয়েও তার মনে যেমন কোন সংকোচ আসে না, তেমনি আল্লাহ ও বান্দার হক বিনষ্টের ক্ষেত্রেও তার হৃদয়ে কোন ভাবাবেগ সৃষ্টি হয় না। মূলতঃ তাক্বওয়ার অভাবে সে দেহসর্বস্ব প্রাণীতে পরিণত হয়। এতে ইহজীবনে সে কিছুটা সুখ-শান্তি পেলেও পরকালীন জীবনে তার জন্য কোন অংশ থাকে না। কেননা তাকবওয়াহীন মানুষের আমল আল্লাহ কবুল করেন না। তাই তাক্বওয়া মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এ বিষয়ে মানুষের বিস্তারিত জ্ঞানার্জন করা যরূরী। সেই সাথে তাক্বওয়া অর্জনের পদ্ধতি, এর ফযীলত ও মুত্তক্বীদের বৈশিষ্ট্য জানলে মানুষ আল্লাহভীতি অর্জনে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ।

taqwa

তাক্বওয়া অবলম্বনের বিষয়ে কুরআন ও হাদীছে বহু নির্দেশ এসেছে। সেগুলো মানুষকে সম্যক অবহিত করতে এবং তাক্বওয়া অবলম্বনের ব্যাপারে সজাগ, সচেতন ও সচেষ্ট করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি বইটি অধ্যয়নে পাঠকগণ উপকৃত হবেন। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং এর বিনিময়ে উত্তম জাযা প্রদান করুন-আমীন!

বইটির ডাউনলোড লিংক

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot online skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 rtp slot slot bonus new member skybet88 mix parlay slot gacor slot shopeepay mix parlay skybet88 slot bonus new member