ইসলামী বই : ছ্বহীহ সালাত
রাসূল (সা)-এর ছ্বহীহ হাদীছ অনুসারে অন্তত দুই রাকআত নামায ছ্বহীহ হওয়ারজন্য নামাযের শুরু থেকে শেষ পর্যন্ত ন্যূনতম ৪০টি আমল করতে হয়। আপনার নামাযে এ ৪০টি আমল করা হয় কিনা তা একবার এ বইয়ে উল্লিখিত ‘রাসূল (সা)-এর নামায অনুকরণে নামায পড়ার ছ্বহীহ পদ্ধতি’ বিষয়ের সাথে মিলিয়ে দেখুন। রাসূল (সা)-এর নামায সম্পর্কে এই সংক্ষিপ্ত বইটি অত্যন্ত মুল্যবান।
এটি শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ) রচিত ছ্বিফাতু ছ্বালাতিন নবী (সা) বই থেকে সংক্ষিপ্তরুপে প্রকাশ করা হয়েছে। এটির সংক্ষেপন, সংকলন, সংযোজন ও সম্পাদনা করেছেন আবুল কালাম আযাদ। বইটি প্রকাশ করেছে আযাদ প্রকাশন, চট্টগ্রাম।
বইটির অনন্য বৈশিষ্ট্য:
- রাসূল (সা) যেভাবে নামায পড়তেন তা সংক্ষিপ্তরুপে আলোচিত হয়েছে।
- নামাযের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা রয়েছে।
- প্রতিটি হাদীস রেফারেন্স সহ আলোচিত হয়েছে।
- গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরো বিস্তারিত বুঝার জন্য টীকা রচিত হয়েছে।
- নামাযে আমাদের যেসব ছ্বহীহ নয় সেগুলোও উল্লেখ করা হয়েছে।
- নামাযের বিষয়গুলো যাতে আরো বেশী বোধগম্য হয় এজন্য ছবি সহকারে দেয়া হয়েছে।
বইটির অন্যতম আলোচ্য বিষয়গুলো হচ্ছে:
- রাসূল (সা) নামায পড়তেন যেভাবে আমাদেরকেও নামায পড়তে হবে সেভাবে
- নামায পড়ার ছ্বহীহ পদ্ধতি
- বিতরের নামায
- এক নজরে আমাদের প্রচলিত নামাযে যেসব বিষয় ছহীহ ও যেভাবে ছহীহ নয়
- নামাযের বিবিধ বিষয়
- জামাআতে নামায শেষে সম্মিলিতভাবে দুআ বা মুনাজাত
এক নজরে বইটি:
ছ্বহীহ সালাত
মূল রচনা: শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)
সম্পাদনা: আবুল কালাম আযাদ
প্রকাশনায়: আযাদ প্রকাশন
পৃষ্ঠা: ৫৯
সাইজ: ৩ মেগাবাইট
ডাউনলোড
Jajakallahu
Jajakallahu