
নফসের গোলামী ও মুক্তির উপায়
লেখকঃ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল (Baccalaureate in Hadith (Hons): Madina Islamic University, K.S.A)
সংক্ষিপ্ত বর্ণনাঃ প্রতিটি পাপের মূলে হলো নফসের গোলামী। মানুষ যখন তার নফসকে কুরআন ও সুন্নাহর লাগাম পরিয়ে নিজে মালিক হয় তখনই হয় তার নাজাত। আর যখন সে নিজে নফ্সের গোলাম হয়ে পড়ে তখনই তার ধ্বংস অনিবার্য।
নফসের সাথে জিহাদ করাকে সর্বোত্তম জিহাদ বলে নবী [সাঃ] আখ্যায়িত করেছেন। নফস এমন এক শত্রু ও দুশমন যে সর্বদা নিজের মাঝেই বসবাস করে সর্বপ্রকার ধ্বংসলীলা ঘটাতে থাকে। নফসের গোলামীর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকে তার ফাঁদে পড়ে দুনিয়া ও আখেরাতের জীবনের সুখ-শান্তি বিনষ্ট করছে।
তাই আমরা মানুষকে নফসের অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যে “নফসের গোলামী ও মুক্তির পথ” বিষয়ে এই ছোট্ট বইটি উপহার দিচ্ছি।