ইসলামী বই : বার চান্দের ফযীলত

আল্লাহ নির্দেশিত দ্বীন “ইসলামের” উপর অটল থেকে জান্নাত লাভের দুটি উপায়: একটি ঈমান ও অন্যটি আমল। আমাদের সমাজে তাই আমলকে প্রাধান্য দিতে সবাই চেস্টা করে। এই আমলের প্রতি আগ্রহ দেখাতে গিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করে। এমন আমল করে যা রাসূল (সা)-এর নির্দেশিত কোন পদ্ধতি নয়। আবার অনেকে না জানা থাকায় অনেক ছোট বা বড় আমল যা অত্যন্ত ফযীলতপূর্ণ তা করতে পারে না। অথচ রাসূলু্ল্লাহ (সা) বলেরছেন “তোমার দ্বীনকে বিশুদ্ধ কর তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে”। (বুখারী)। রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের ভাষণে ইরশাদ করেছেন,”আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কুরআন অন্যটি হাদীস। তোমরা তা আঁকড়ে ধরে রাখলে কখনো পথভ্রষ্ট হবে না।  এছাড়া আল্লাহ তাআলা উত্তম আমল করতে বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন,

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

অর্থ: যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য – কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? (সূরা মুলক, আয়াত নং-২)

এই আমলকে কেন্দ্র করে বর্তমানে অনেক বই বাজারে বিদ্যমান। বিশেষ করে বার চান্দের ফযীলত। কিন্তু অধিকাংশই কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়, এমনকি জাল হাদীস দ্বারাও নয়। সুন্দরভাবে এবং নিয়মিত আমল করতে সহীহ সুন্নাহর আলোকে এই বইটি লিখিত। বইটি প্রকাশ করেছে পিস পাবলিকেশন। বইটি তিনটি গুরুত্বপূর্ণ বই থেকে সংকলিত। তাহলো: হিসনুল মুসলিম, বরকতময় দিনগুলি, বার মাসের তের পরব।

Baro Chander Fojilot

বইটির চারটি অংশে বিভক্ত:

  • মাস, সপ্তাহ ও দিনের পরিচয়
  • ইসলামী দিবসসমূহ
  • প্রচলিত দিবস যা ইসলাম স্বীকৃত নয়।
  • দৈনন্দিন আমল ও দোয়ার ভান্ডার।

বইটি স্ক্যান করেছে আমার বই. অরগ। আর ইন্টারেকটিভ লিংক যুক্ত করেছি আমরা। স্ক্যান করার মতো কঠিন কাজ করায় আল্লাহ তাদের কবুল করুন।

এক নজরে বইটি:

কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামী দিবসসমূহ  বার চাঁন্দের ফযিলত

সংকলনে: মো: রফিকুল ইসলাম

সম্পাদনায়: মুফতি মুহাম্মদ আবুল কাসেম গাজী, হাফেয মাও. আরিফ হোসাইন

পৃষ্ঠা: ২৮০

সাইজ: ৭ মেগাবাইট

ডাউনলোড

From Mediafire       Google Drive Link

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
skybet88 skybet88 skybet88 skybet88 mix parlay skybet88 slot bonus new member skybet88 skybet88 slot gacor skybet88 skybet88