মুসনাদে আহমাদ ১ম ও ২য় খন্ড [ইন্টারেকটিভ লিংকসহ]

হাদীসে রাসূল (সা) সংগ্রহ ও সংরক্ষণের জন্য যেসকল ইমাম প্রাণান্ত পরিশ্রম করে গেছেন, ইমাম আহমাদ বিন হাম্বল (র) তাঁদের মধ্যে অন্যতম। হাদীসের এই মুজতাহিদ হাদীরেস শরীয়াতী মাসআল-মাসায়েল সংগ্রহ অপেক্ষা প্রিয় রাসূল (সা)-এর হাদীস যাতে সঠিক অবস্থায় সংরক্ষণ করা যায়, এ ব্যাপারে অধিক দৃষ্টি দেন। তিনি হাদীসগুলোকে মুসনাদ তথা সাহাবায়ে কিরাম (রা)-এর নামানুসারে সন্নিবেশ করেছেন। এই পদ্ধতি হলো, বিষয়ভিত্তিক হাদীস না সাজিয়ে সাহাবীদের বর্ণিত হাদীস অনুযায়ী সাজানো হয়েছে। প্রায় উনত্রিশ হাজারের এই বিশাল সংকলন ‘মুসানাদে আহমাদ’ যাকে ইলমে হাদীসের বিশ্বকোষও বলা হয়।

পরবর্তিতে আহমদ ইবন আবদুর রহমান ইবন মুহাম্মাদ আল-বান্না (র) এই মুসনাদ গ্রন্থটিকে অপরাপর হাদীস সংকলনের মতো বিষয়ভিত্তিক অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যস্ত করেন এবং এর নামকরণ করেন ‘আল-ফাতহুর রাব্বানী ফী তারতীবী মুসনাদি আল-ইমাম আহমাদ বিন হাম্বল আশ-শায়বানী’। এটি ‘আল-ফাতহুর রাব্বানী’ নামে পরিচিত।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই হাদীস গ্রন্থের দুইটি খন্ড অনুবাদ করেছে এবং প্রকাশ করেছে। বইটিতে অধ্যায় ভিত্তিক সাজানো রয়েছে। সেই সাথে হাদীসগুলি অন্য গ্রন্থে বর্ণিত হলে তাও উল্লেখ করা হয়েছে।  যেটি প্রাথমিক অবস্থায় স্ক্যান করে ইসলামী বই.ওয়ার্ডপ্রেস সাইট। কিন্তু ইন্টারেকটিভ লিংক যুক্ত না থাকায় আমরা এটিকে যুক্ত করে আপলোড করলাম। আল্লাহ তাদের কবুল করুন।

Musnad Ahmad 1st and 2nd Part

বইটির উল্লেখযোগ্য অধ্যায় সমূহ :

  1. তাওহীদ (একত্ববাদ) ও দীনের মূলভিত্তি সমূহের আলোচনা
  2. ঈমান ও ইসলাম
  3. তাকদীর
  4. ইলম
  5. কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ
  6. পবিত্রতা অধ্যায়
  7. হায়য-ইস্তিহাযা ও নিফাস
  8. তায়াম্মুম অধ্যায়
  9. নামায অধ্যায়
  10. নামায পড়ার নিয়ম
  11. তাশাহহুদ সংক্রান্ত
  12. সালাতের পরে পড়ার জন্য অবতীর্ণ দু’আসমূহের অনুচ্ছেদ সমূহ
  13. কুরআন তিলাওয়াত ও শুকরিয়া জ্ঞাপনের সাজদার অধ্যায়সমূহ
  14. বিতর সম্পর্কিত অধ্যায়সমূহ
  15. ইমামতি, ইমামের গুণাবলী এবং তত্সংশ্লিষ্ট আহকামসমূহের ব্যাপারে অধ্যায়সমূহ
  16. ইক্তিদার হুকুম -আহকাম এবং মুক্তাদী সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন অধ্যায়
  17. ইমাম ও মুক্তাদীর অবস্থান এবং সালাতের লাইনের হুকুমসমূহের ব্যাপারে অধ্যায়সমূহ
  18. জামাআতের বিধি-বিধান সংশ্লিষ্ট অধ্যায়সমূহ
  19. দুই ঈদের সালাত ও এতদ্বসংশ্লিষ্ট সালাত ও অন্যান্য বিষয়ের পরিচ্ছেদসমূহ

এছাড়া প্রতিটি অধ্যায় বেশ কিছু পরিচ্ছেদে ভাগ করা রয়েছে। যেগুলোতে পবিত্রতা ও সালাত সম্পর্কিত হাদীসগুলোর প্রাধান্য পেয়েছে যা আমাদের বাহ্যিক জীবনে অত্যধিক গুরুত্বপূর্ণ। তাই এই দুই খন্ড হাদীস পড়ে আমরা আরো উপকৃত হতে পারি।

বইটির ডাউনলোড লিংক

১ম খন্ড

২য় খন্ড

এ সম্পর্কিত আরও পোস্ট

৪টি মন্তব্য

  1. বাকি খণ্ডগুলো কবে আপলোড করবেন?আপনারা যারা এইটা স্ক্যানের কাজ করেন দয়া করে ইসলামিক ফাউন্ডেশনের কোন সমৃদ্ধ লাইব্রেরিতে গেলে সেইখানে সব খন্ড পাবেন।সবগুলো খণ্ডই অনুবাদ হয়ে বাজারে বেরিয়েছে, কিন্তু এখন নতুন করে ছাপাচ্ছে না বলে কিনাও পাওয়া যাচ্ছে না, এমনকি অনলাইনেও নেই।তাও শোকরিয়ে যে আপনারা ৮ম খণ্ড আপলোড করেছেন।১ থেকে ৮ খণ্ড মোট।এর মধ্যে ১,২ ও ৮ পাওয়া যাচ্ছে অনলাইনে কিন্তু বাকিগুলো নেই।২ থেকে ৫ খণ্ড প্রকাশ পেয়েছে জুন,০৯-এ।আর ৬,৭,৮ প্রকাশ পেয়েছে মার্চ,২০-এ।দয়া করে ইফাবা এর ঢাকা লাইব্রেরিগুলোতে গেলে অনলাইনে আপলোড দেওয়া সম্ভব।আশা করি আপনারা জনবল ব্যবহার করবেন মুসনাদে আহমদের জন্য আমাদের মত দুর্বলদের কথা চিন্তা করে।

  2. বাকি খণ্ডগুলো কবে আপলোড করবেন?আপনারা যারা এইটা স্ক্যানের কাজ করেন দয়া করে ইসলামিক ফাউন্ডেশনের কোন সমৃদ্ধ লাইব্রেরিতে গেলে সেইখানে সব খন্ড পাবেন।সবগুলো খণ্ডই অনুবাদ হয়ে বাজারে বেরিয়েছে, কিন্তু এখন নতুন করে ছাপাচ্ছে না বলে কিনাও পাওয়া যাচ্ছে না, এমনকি অনলাইনেও নেই।তাও শোকরিয়ে যে আপনারা ৮ম খণ্ড আপলোড করেছেন।১ থেকে ৮ খণ্ড মোট।এর মধ্যে ১,২ ও ৮ পাওয়া যাচ্ছে অনলাইনে কিন্তু বাকিগুলো নেই।২ থেকে ৫ খণ্ড প্রকাশ পেয়েছে জুন,০৯-এ।আর ৬,৭,৮ প্রকাশ পেয়েছে মার্চ,২০-এ।দয়া করে ইফাবা এর ঢাকা লাইব্রেরিগুলোতে গেলে অনলাইনে আপলোড দেওয়া সম্ভব।আশা করি আপনারা জনবল ব্যবহার করবেন মুসনাদে আহমদের জন্য আমাদের মত দুর্বলদের কথা চিন্তা করে।

  3. যারা এইটা স্ক্যানের কাজ করেন দয়া করে ইসলামিক ফাউন্ডেশনের কোন সমৃদ্ধ লাইব্রেরিতে গেলে সেইখানে সব খন্ড পাবেন।সবগুলো খণ্ডই অনুবাদ হয়ে বাজারে বেরিয়েছে, কিন্তু এখন নতুন করে ছাপাচ্ছে না বলে কিনাও পাওয়া যাচ্ছে না, এমনকি অনলাইনেও নেই।তাও শোকরিয়ে যে আপনারা ৮ম খণ্ড আপলোড করেছেন।১ থেকে ৮ খণ্ড মোট।এর মধ্যে ১,২ ও ৮ পাওয়া যাচ্ছে অনলাইনে কিন্তু বাকিগুলো নেই।২ থেকে ৫ খণ্ড প্রকাশ পেয়েছে জুন,০৯-এ।আর ৬,৭,৮ প্রকাশ পেয়েছে মার্চ,২০-এ।দয়া করে ইফাবা এর ঢাকা লাইব্রেরিগুলোতে গেলে অনলাইনে আপলোড দেওয়া সম্ভব।আশা করি আপনারা জনবল ব্যবহার করবেন মুসনাদে আহমদের জন্য আমাদের মত দুর্বলদের কথা চিন্তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button