মতিউর রহমান মাদানী লেকচার সমগ্র (১)
শাইখ মতিউর রহমান মাদানী বাংলা ভাষায় ইসলাম প্রচারে নিয়োজিত রয়েছেন। তাঁর অনেক লেকচার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তাঁর অধিকাংশ লেকচারগুলো ইউটিউবে রয়েছে। আমরা তাঁর এই গুরুত্বপূর্ণ লেকচারগুলো অডিও আকারে ধারাবাহিকভাবে প্রকাশিত করবো ইনশাআল্লাহ।
তার লেকচারের অন্যতম আকর্ষণ হলো বিষয় ভিত্তিক আলোচনা। এবং কুরআন সুন্নাহর দলীল ভিত্তিক আলোচনা। এই লেকচারগুলো অনেক সাইটে প্রকাশ হয়ে আসছিলো। বর্তমানে এই লেকচারগুলো শুধুমাত্র ইউটিউবে প্রকাশ করা হচ্ছে। ইউটিউব থেকে লেকচারগুলোকে আমরা অডিও আকারে ধীরে ধীরে প্রকাশ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তাওফিক দিন। এই অডিও ইনশাআল্লাহ আমাদের জীবন গঠনে সহায়ক হবে। লেকচারগুলোর অডিও ভার্সন এ বিটরেট (Bit rate ) কম রাখা হয়েছে যাতে সাইজ কম হয়। ভবিষ্যতে বেশী বিট রেট এর অডিও আপলোড করা হবে ইন শা আল্লাহ।
আরো লেকচার ধীরে ধীরে আপলোড হবে ইনশাআল্লাহ। আপনারা এই মিডিয়াফায়ার ফোল্ডার বুকমার্ক করে রাখুন।
খুব শীঘ্রই আরো লেকচার প্রকাশ হবে। আপনাদের নিদির্ষ্ট কোন লেকচার প্রয়োজন হলে আমাকে মন্তব্য করে জানান। লিংক যুক্ত করে দেয়া হবে ইনশা আল্লাহ।
Assalamuwalykum.. amar darir morjada waj ta dorkar
Please Audio quality to high
Please Audio quality to high level
আপনাদেব় কে অনেক ধন্যবাদ৷মতিউর রহমান মাদানী লেকচার শোনে অনেক উপকৃত হয়েছি৷সঠিক ইসলামিক আকিদা সম্পব়কে জেনেছি৷সঠিক ইবাদত কি ভাবে কব়তে হয় এবং বিদাত সম্পব় কে জেনেছি
আপনাদেব় কে অনেক ধন্যবাদ৷মতিউর রহমান মাদানী লেকচার শোনে অনেক উপকৃত হয়েছি৷সঠিক ইসলামিক আকিদা সম্পব়কে জেনেছি৷সঠিক ইবাদত কি ভাবে কব়তে হয় এবং বিদাত সম্পব় কে জেনেছি.মতিউর রহমান মাদানী লেকচার জাহেলি যুগের মতবাদ দরকার.
If there is any torrent link for download these lectures please give.
ভাই অনেক দিন আগে আপনারা বলেছিলেন যে আপনাদের নেট স্পিড স্লো, কারো ভালো ইন্টারনেট প্যাকেজ থাকলে তাদের কমেন্ট করার জন্য, আপনারা সিডি পাঠিয়ে দিবেন, আপলোড করার জন্য। আমাকে পাঠাতে পারেন ইনশাআল্লাহ আপলোড করে দেব।