মুয়াত্তা ইমাম মালিক বাংলা (ইন্টারেকটিভ লিংকসহ)

মুয়াত্তা ইমাম মালিক বিন আনাস (র) কর্তৃক সংকলিত ‘মুয়াত্তা’ মুসলিম বিশ্বের অন্যতম বিখ্যাত হাদীস গ্রন্থ। বুখারী মুসলিমের আগেই এই গ্রন্থ সংকলিত হয়েছিলো। এটির মর্যাদা মুসলিম বিশ্বের কাছে অনেক। ছোট হলেও অত্যন্ত তথ্যবহুল এই গ্রন্থ।

মুয়াত্তা ইমাম মালিক (র)-এর গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করেছেন মুহাম্মদ রিজাউল করীম ইসলামাবাদী। এটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এটি স্ক্যান করেছে ইসলামী বই ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটটি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক। কিন্তু ইন্টারেকটিভ লিংক যুক্ত করা ছিলো না বিধায় আমরা ইন্টারেকটিভ লিংক যুক্ত করেছি। কিন্তু ভিতরের কোন উপাদান পরিবর্তন করিনি শুধু এক জায়গায় ব্যতীত। দ্বিতীয় খন্ডের সুচিপত্রের ২২ নম্বর পৃষ্ঠাটি মিসিং ছিলো। আমরা সেটি যুক্ত করে দিয়েছি। পৃস্ঠাটির ছবি তুলে আমাদের কাছে সরবরাহ করেছেন মাহবুব হোসেন অনিক ভাই। আল্লাহ তাকে কবুল করুন।

Muatta imam mailk bangla 1st part

মুয়াত্তা ইমাম মালিকের (র) উল্লেখ যোগ্য হাদীসের বিষয়গুলো:

  1. নামাযের সময়
  2. পবিত্রতা অর্জন
  3. নামায ও নামাযে ভুল ভ্রান্তি
  4. জুমুআহ ও রমযানের নামায
  5. রাত্রে নফল নামায
  6. জামায়াতে নামায
  7. সফরে নামায কসর করা।
  8. দুই ঈদ
  9. সালাতুল খাওফ ও কুসুফ
  10. বৃষ্টি প্রার্থনা, কিবলা প্রসঙ্গ
  11. কুরআন
  12. জানাযা
  13. যাকাত
  14. রোযা
  15. ই’তিকাফ
  16. হাজ্জ
  17. জিহাদ
  18. মানত ও কসম সম্পর্কিত হাদীস
  19. কুরবানী, যবেহ ও শিকার সম্পর্কিত হাদীস
  20. আকীকা, ফারায়েয
  21. বিবাহ, তালাক্ব, সন্তানকে দুধ পান করানো।
  22. ক্রয়-বিক্রয়, শরীকী কারবার।
  23. জমি কেরায়া দেয়া, শুফ’আ অধ্যায়
  24. বিচার ফায়সালা
  25. ওসীয়ত
  26. ক্রীতদাস আযাদ , মুদাব্বার অধ্যায়
  27. হুদুদ, শরাব, দিয়াত।
  28. কসম
  29. তাক্বদীর, সত্কর্ম, পোষাক-পরিচ্ছদ
  30. রাসূলুল্লাহ (সা)-এর হুলিয়া মুবারক
  31. বদনজর
  32. চুল অধ্যায়
  33. স্বপ্ন, সালাম, ঘরে প্রবেশে অনুমতি।
  34. বাইআত, কথাবার্তা
  35. জাহান্নাম
  36. সাদকাহ
  37. ইলম
  38. মাযলুম
  39. পরিশেষে মহানবী (সা)-এর পবিত্র নাম সমূহ।

 

মুয়াত্তা ইমাম মালিক বাংলা ডাউনলোড

প্রথম খন্ড

দ্বিতীয় খন্ড

 এ সংশ্লিষ্ট অন্যান্য লেখা:

ইমাম মালিকের সংক্ষিপ্ত জীবনী

চার ইমামের জীবনী

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button