জাল হাদীসের কবলে রাসূলুল্লাহর সালাত ( ইসলামী বই )
ক্বিয়ামাতের দিন বান্দার সর্বপ্রথম সালাতে হিসাব নেওয়া হবে। সালাতে হিসাব শুদ্ধ হলে সমস্ত আমলই সঠিক হবে আর সালাতে হিসাব সঠিক না হলে তার সমস্ত আমল বরবাদ হবে। ( তাবারানী আওসাত্ব হা/১৮৫৯)।
অথচ আমাদের সমাজে সালাত সম্পর্কে সর্বাধিক উদাসীনতা দেখা যায়। সালাত ঠিক মতো সম্পাদন না হওয়ায় সমাজে অশ্লীলতা ও অন্যায় কাজকর্ম কমছে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। (সূরা আনকাবুত আয়াত নং-৪৫)। সমাজে প্রচলিত সালাতের কার্যকারিতার অভাবে মূলত তিনটি কারণ ।
- সালাতের খুলুসিয়াতে ত্রুটি রয়েছে।
- রাসূল (সা)-এর পদ্ধতিতে সালাত আদায় না করা।
- হারাম উপার্জন।
এর মধ্যে দ্বিতীয়টি আমাদের সমাজে অত্যন্ত ব্যাপক। অধিকাংশ সালাত আদায় করেনা। আবার যারা সালাত আদায় করে তারা রাসূল (সা)-এর পদ্ধতিতে আদায় করেনা। এর অন্যতম কারণ আমাদের সমাজে প্রচলিত জা্ল ও যইফ হাদীস। জাল ও যইফ হাদীসের উপর আমল আমাদের প্রকৃত সহীহ সুন্নাহ থেকে বিরত রাখছে। এর ফলে অনেকেরই সালাতের মধ্যে এমন কিছু করা হচ্ছে যা আমাদের জন্য পন্ডশ্রম বয়ে নিয়ে আসছে।
সালাতের প্রকৃত নিয়ম সম্পর্কে অনেক বই থাকেলও জাল ও যইফ হাদীসের বিষয়গুলো তেমন বিস্তারিত তুলে ধরা নেই সেইসব বইগুলোতে। নিম্নের বইটিতে সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।
শুধুমাত্র সালাত নয় পবিত্রতা থেকে শুরু করে সালাতের শেষ পর্যন্ত এবং সালাতুল জানাযাকেও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটিতে যেসব বিষয়ে আলোকপাত করা হয়েছে সেগুলো হলো :
- উযূ ও তায়াম্মুম
- সালাতের ফযীলত ও মাসজিদের আদাব
- সালাতের সময়
- আযান ও ইক্বামত
- জামাআতে সালাত ও ইমামতি
- ছালাতের পদ্ধতি
- কায্বা সালাত
- সফরের সালাত
- সুন্নাত সালাত সমূহ
- বিতর সালাত
- জুমুআহ’র সালাত
- সালাতুল জানাযা প্রভৃতি।
সালাত সম্পর্কিত বিধান জানতে বইটি পড়া বাঞ্জনীয়। আল্লাহ আমাদেরকে সহীহ পদ্ধতিতে সালাত আদায় করার তাওফিক দিন এবং জাল ও যইফ হাদীস ত্যাগ করার তাওফিক দিন।
বইটি স্ক্যান করেছে এই ফেসবুক গ্রুপ। আল্লাহ তাদের কবুল করুন।
বইটির ডাউনলোড লিংক
বিশেষ দ্রষ্টব্য: ইবুক মূল বইয়ের বিকল্প নয়। তাই বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে কেনার অনুরোধ রইলো। বইটি পেতে সমস্যা হলে আমাদের জানান আমরা আপনাকে বইটিতে কিনতে সহযোগীতা করবো ইনশাআল্লাহ।
বইটি পাবার স্থান:
জাযাকাল্লাহু খায়রান।আপনাদের চেষ্টা অসাধারণ। এটি সিলেটে পাওয়া যায় নিন্ম ঠিকানায়:
E.C.S লাইব্রোরি,
আব্দুস সবুর চৌ:
কুদরত উল্লাহ মার্কেট,বন্দর বাজার, সিলেট মহানগর।
মোবাইল: ০১৯২০৭৩৭৭৩০
আপনাদের টাও যে জাল নয় তার ও কি কোন প্রুফ আছে। এখন যা দেখছি তাতে তো মনে হচ্ছে আপনারা মাযহাবি আলেমদের ও তাদের সিনিওর আলেমদের কোন অপমান করছেন না। সালাতের কিছু সুন্নাত, মুস্তাহাব বিষয় নিয়ে যা শুরু করছেন আপনারা। আল্লাহ ভালো জানে এর শেষ কোথায় !! এই সব বাদ দিয়ে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায় সেই বেবস্থা করেন।
ইসলাম প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় হলো কুরআন ও সুন্নাহর অনুসরণ না করা। আপনি যে অল্প জেনেই মন্তব্য করেছেন তা হাস্যকর। সালাতের সুন্নাত নিয়ে মতবিরোধ শুধু নয়, এটা বিদআত আর সুন্নাহর বিষয়। সেই সাথে এখন আর মতভেদ শুধু আমলে নয়, আক্বীদা বিষয়ে মতভেদ সর্বাপেক্ষা মারাত্মক। আর জাল যঈফ হাদীসের আলোকে সালাত আদায় করলেই ইসলাম প্রতিস্ঠা হবে এটার নিশ্চয়তা কে দিবে ? কই বাংলাদেশে অনেক ইসলামী (?) দল রয়েছে। তারা তো জাল যইফের উপর আমল করে ইসলাম প্রতিস্ঠা (আসলে তো ক্ষমতাই আসল উদ্দেশ্য) চেষ্টা করছে তা কি হচ্ছে ? বরং এখন করছে এক নারীর অনুসরণ আবার কয়েকদিন বাদে অন্য নারীর। অথচ আজ আমরা তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছি ফলে অনেক মানুষ শিরক বিদআত থেকে ফিরে আসছে। আর আপনারা বিরোধীতা নিয়েই ব্যস্ত। আমাদেরটা যে জাল তা প্রমাণ করার সুযোগ তো আপনাদের কাছেই আছে। পারলে তথ্য গোপন না করে প্রমাণ করুন।