সহীহুল বুখারী তাওহীদ পাবলিকেশন্স ডাউনলোড (ইন্টারেকটিভ লিংকসহ)
সহীহুল বুখারী হলো আল্লাহর কিতাব আল-কুরআনের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। ইসলামের অন্যতম উত্স হাদীস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশুদ্ধ কিতাব। এটির অনেক অনুবাদ বাংলা ভাষায় রয়েছে। অনুবাদের গ্রহণযোগ্যতার দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স এর সহীহুল বুখারী সবার শীর্ষে। এটি মোট ৬টি খন্ডে প্রকাশিত। ইতিমধ্যে ইন্টারনেটে এটার সবগুলো খন্ডই প্রকাশিত হয়েছে।
কিন্তু এর মধ্যে শুধুমাত্র প্রথম দুই খন্ড আল-কুরআনের আলো সাইট ইন্টারেকটিভ লিংক সহ প্রকাশ করেছে। অন্যগুলোর কারা স্ক্যান করেছেন আমরা জানি না। আল্লাহ তাদের কবুল করুন।
দেরীতে হলেও আমরা সম্পুর্ণ সহীহুল বুখারী ইন্টারেকটি লিংকসহ পাবলিশ করছি। সেই সাথে কিছু কিছু খন্ডের সাইজও কমানো হয়েছে। ইন্টারেকটিভ লিংক এর সুবিধা হলো এটাতে ক্লিক করলে কাঙ্খিত পেজে যাওয়া যায়। যা পিডিএফ পড়তে বেশ সুবিধা জনক। সেই সাথে টীকাগুলোরও ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।
এছাড়া প্রত্যেকটি পেজে সূচীপত্র ( Contents) নামে বাটন যুক্ত করা হয়েছে যেটাতে ক্লিক করলে আবার মূল সূচীপত্রতে ফিরে যাওয়া যাবে।
পিডিএফটি ভালো মতো পড়ার জন্য অ্যাডোবি রিডার ব্যবহার করুন। কোনরুপ সমস্যা হলে আমাদের জানাবেন।
প্রথম দুই খন্ডের কাজ আমরা করি নি যেহেতু কুরআনের আলো করেছেন। পরের ৪টি খন্ড ইন্টারেকটিভ লিংক প্রদান করতে সহায়তা করেছেন আব্দুল মামুন ও নিলন বিন আজিজ ।
সহীহুল বুখারী সম্পূর্ণ ডাউনলোড :
বইটি পছন্দ হলে বাজার হতে কিনে নিবেন। কোন প্রকাশক বা লেখকের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়।
তাওহীদ পাবলিকেশন্স এর বই কেনার ঠিকানা ।
তাওহীদ পাবলিকেশন্স
৯০, হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল
ঢাকা-১১০০, মোবাইল : ০১৭১১৬৪৬৩৯৬।
রাজশাহীতে কেনার ঠিকানা:
ওয়াহিদীয়া ইসলামীয়া লাইব্রেরী
রাণীবাজার ( মসজিদ মার্কেটের সামনে)
রাজশাহী। মোবাইল : ০১৭৩০৯৩৪৩২৫
দিনাজপুরে:
পৃথিবী বুক স্টল
রেল স্টেশনের সামনে, দিনাজপুর।
অসাধারণ । আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুণ আমীন
I am highly oblige to tnks all of u for this nobel work.may allah give u jannat against it.
যাযাকাল্লাহু খাইর।
ভাই, কমেন্ট তো পাবলিশড হয় না।
Assalamoalaikum
It is a very good site. We can visit this site to learn Islam.
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান এবং তার মূল উত্স হচ্ছে কুরআন ও হাদীস। উলামায়ে কেরাম ও মুহাদ্দিসীনের মধ্যে সর্বসম্মত ফায়সালা এই যে, ইসলামে কুরআন মাজীদের পর নির্ভুল গ্রন্থ সহীহুল বুখারী। হাদীস গ্রন্থগুলোর মধ্যে সহীহুল বুখারীর পরেই সহীহ মুসলিম এর অবস্থান
এগুলো আমাদের দাওরায়ে হাদীসের ছাত্রদেরী বেশী কাজে লাগার কথা! কিন্তু দুঃখের বিষয় হলে ও সত্য যে এসব পিডিএফ কিতাবগুলো পড়ার কোন চান্সই নাই, কারন ক্বওমী মাদ্রাসাগুলোতে মোবাইল- কম্পিউটার ব্যবহার কঠোরভাবে নিষেধ! আর দাওরায়ে হাদিসে যেহেতু মাদ্রাসায় আবাসিক থাকতেই হয়, তাই বাড়িতে এসে পড়ার ও কোন সুযোগ নেই,
তাই কিতাবগুলো এখন আমাদের বেশী উপকারে আসার কথা থাকলে ও পরিস্থিতির কারনে আমাদের তেমন উপকারে আসছে না!
আল্লাহ আপনাদের উচ্চ মাকাম দান করুন- আমিন
https://youtu.be/FntVR1-taw0