ইসলামের মৌলিক মূলনীতিসমূহ ( অডিও লেকচার )

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদাতসমূহ যেমন কালিমা, সলাত, সিয়াম, হাজ্জ,যাকাত, উযূ, উমরাহ,যাকাতুল ফিতর, তায়াম্মুম প্রভৃতি গুরুত্বপূর্ন বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা দিতে এই অডিও লেকচার কালেকশন। সেই সাথে ঈমানে মৌলিক বিষয়গুলো যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, তাক্বদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সবশেষে ইসলামের পরিচিতি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে।

basic principles of islam lecture

আশা করি এগুলো সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার করতে সাহায্য করবে।

এই বিষযগুলো সম্পর্কে লেকচার দিয়েছেন : শাইখ সাঈফুদ্দীন বিলাল মাদানী

 

  1. La ilaha illallah
  2. Muhammadur Rasulullah
  3. Salat (Namaz)
  4. Siyam (Fasting)
  5. Zakat (Charity)
  6. Hajj (Pilgrimage)
  7. Iman Billah (Belief in Allah)
  8. Iman Bil Malaika (Belief in Angels)
  9. Iman bil Kitab (Belief in Allahs Books)
  10. Iman Bil Rasul (Belief In Prophets)
  11.  Iman Bil Qadar (Belief in Predestination)
  12. Zakat al Fitr (Sadaqah)
  13. Umrah (like Hajj)
  14. Wudhu (Ablution)
  15. Tayammum (Dry Ablution)
  16. Salat Adai-er Paddhoti (Method of Salat)
  17. Ghusl-er Paddhoti (Method of Bathing)
  18. Al Quran al Kareem
  19. Ziyarat er Adab
  20. Islamer Parichiti

 

অন্যান্য গুরুত্বপূর্ন বিষয়ে লেকচার পরবর্তীতে আনা হবে ইনশাআল্লাহ।

 

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
kiw kow kan