
সালাতুল মারীয বা রুগীর সালাত
ইসলাম শুধু সুস্থাবস্থায় নয় বরং সর্বাবস্থায় সালাত আদায় করা ফরয। রুগীরা কিভাবে সালাত আদায় করবে এবং এর প্রকৃত নিয়ম নিয়ে আমাদের এই বই।
এছাড়াও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটি হলো বর্তমানে প্রায় মাসজিদে দেখা যাচ্ছে যে, কাতারের মাঝখানে চেয়ারে বসে কেউ সালাত আদায় করছে। এটা কি সুন্নাত সম্মত ? নাবী (সা)-এর যুগে অসুস্থরা কিভাবে সালাত আদায় করতো ? নাকি আল কুরআনের সূরা আল ইমরানের ১৯১ নং আয়াতের নির্দেশ অনুসরণ করতে হবে ?
আশা করি এই ছোট বইটি এই মাসআলার সমাধান করবে ইনশাআল্লাহ।
এছাড়াও অসুস্থতার সময় সালাত আদায় করা, তাশাহুদে বসার নিয়ম, ইশারায় সালাত আদায় করা, কাতারে বাঁকা বা শূণ্যতার রাখার পরিণাম প্রভৃতি সম্পর্কে আলোচনা রয়েছে।
বইটি নিখেছেন হোসাইন আহমদ কাসেমী । শিক্ষক, মাদরাসা ইশাআতুল ইসলাম, রাণীবাজার, রাজশাহী।
or