তারাবীহ সলাত সম্পর্কিত একগুচ্ছ বই
তারাবীহ সালাত এর রাকআত সংখ্যা নিয়ে আমাদের সমাজে বেশ সংশয় বিরাজমান। কেউ মনে করে তা ৮ রাকআত বা কেউ ২০ রাকআত । আবার কেউ এটাকে রাকআতের মধ্যে বাঁধতে নারাজ। এই বিষয়ে সংশয় নিরসনের ভার আমরা আপনাদের উপরই নির্ধারণ করছি। আমরা শুধুমাত্র কিছু বই আপনাদের দিচ্ছি যা আপনাদের সংশয় নিরসন করবে বলে আশা করি। আল্লাহ আমাদের হাক্ব পথ দিন। আপনাদের কাছে আরো বই থাকলে আমাদের দিতে পারেন। আমরা পোস্টে যোগ করবো ইনশাআল্লাহ।
প্রথমেই যেই বইটি আলোচনায় আসে সেটি হলো শায়খ নাসীরুদ্দীন আলবানী’র “সালাতুত তারাবীহ” এই বইটি কারা আপলোড করেছে তা আমাদের জানা নেই। আল্লাহ তাদের উত্তম প্রতিদান করুন। আমরা শুধুমাত্র ইন্টারেকটিভ লিংক দিয়েছি।
এরপর যেটি বেশ বিস্তারিত বই সেটি হলো মুযাফফর বিন মুহসিন লিখিত বই।
ইসলাম হাউস থেকে প্রকাশিত আবূ বকর মো: যাকারিয়া রচিত তারাবীহ রাকআতের তাত্ত্বিক বিশ্লেষণ বইটিও বেশ সহজ সরল ভাবে লেখা।
ইসলাম হাউস থেকে আরও একটি আল্লামা উসাইমীনের একটি বই যেটিতে তারাবীহ সম্পর্কে শুধমাত্র একটি অধ্যায় রয়েছে।
নতুন লেখা নুরুল ইসলাম লিখিত একটি বই যেটিতে তারাবীহ এর পাশাপাশি ইতিকা’ফ ও উল্লেখিত রয়েছে।
সর্বশেষে যেটি সেটি কোন বই নয়, বরং আমাদের একজন ভাইয়ের সংগ্রহ যাতে তিনি শুধুমাত্র হাদীসগুলো সংগঠিত করেছেন।
আপনাদের কাছে এরকম বই থাকলে আমাদের কাছে শেয়ার করতে পারেন। মেইল করুন। [email protected] এ।
tableegh jamat er sombondhe jante chai……
tabligh jamat er sombondhe jante chai….