কুরআন ও সহীহ হাদীসের আলোকে শবে মি’রাজ : করণীয় ও বর্জনীয় [ ইসলামী বই ]

বর্তমানে আমরা ইসলামকে কয়েকটি দিবস ও আনুষ্ঠানিকতার গন্ডিতে নিয়ে এসেছি। আজ আমরা বিভিন্ন দিবস পালনের পাশাপাশি বিদআত ও শিরকের প্রচারণা স্বাভাবিক করে ফেলেছি। এরকই একটি দিবস “শবে মিরাজ”। ইসরা ও মিরাজ উপলক্ষে আমরা বিদআতী সলাত আবিষ্কার করে আদায করছি। অথচ যেই পাঁচ ওয়াক্ত সলাত আমাদের জন্য নাবী (সা) নিয়ে এসেছেন তার গুরুত্ব নেই।  এই বিষয়টিকে নিয়ে আমরা নিয়ে এসেছি একটি ছোট বই। বইটি লিখেছেন শাইখ শহীদুল্লাহ খান মাদানী।

shobe miraj bangla book

বইটিতে যে বিষয়গুলো উল্লেখিত হয়েছে সেগুলো হলো :

  • ইসরা ও মিরাজের পরিচয়
  • ইসরা ও মিরাজের সত্যতা ও মু’জিজা
  • প্রচলিত শবে মিরাজ উদযাপন
  • মি’রাজের দিন তারিখ
  • শবে মিরাজের বিদা’আতী ইবাদাত ( সলাতুর রাগাইব, রোজা প্রভৃতি )
  • শবে মিরাজ পালনের পরিণতি
  • ইসরা ও মিরাজে করণীয় ও বর্জনীয়
  • ইসরা ও মিরাজের শিক্ষা
  • ইসরা ও মিরাজের বর্জনীয় বিষয়সমূহ   প্রভৃতি।

বইটি সংগ্রহ করে পড়ার ও অন্যকে উপহার দিন। সুন্নাহর প্রচার ও বিদআতের অপনোদনে এগিয়ে আসুন।

ডাউনলোড লিংক

বিশেষ দ্রষ্টব্য : বইটি পছন্দ হলে আপনার সাইট বা ব্লগে শেয়ার করতে পারেন। তবে আপনাদের প্রতি অনুরোধ যেহেতু আমাদের সাইটটি নতুন তাই সরাসরি ডাউনলোড লিংক না দিয়ে আমাদের পেজের লিংক দিন। এতে আমাদের সাইটের প্রচারণা বাড়বে যা আমাদের অনুপ্রেরণা যোগাবে। ইনশাআল্লাহ আমরা আরো ভালো ভালো পোস্ট ভবিষ্যতে দিতে পারবো ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button
kiw kow kan