জাকির নায়েকের বিরোধীতার জওয়াব ( অডিও লেকচার )
জাকির নায়েকের ইসলামের দাওয়াত যতই বাড়ছে তাঁর নামে ততই এক প্রকার আলেম বিরোধীতার নামে বিরোধীতা করছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে । আর এ বিভ্রান্তিতে অনেকেই পড়ে না জেনে না বুঝেই শুধু বিরোধীতাই করছে না, কেউ কেউ তাঁকে গালাগালি করছে। আবার কেউ তাঁকে মুসলিম হিসেবেই যা গণ্য করতেই চান না। এ ব্যাপারে বিষয়গুলো পরিষ্কার করার জন্য কয়েকটি বই প্রকাশিত হয়েছে। যেগুলো কুরআনের আলো ও মুসলিম উম্মাহর ঐক্য নামক সাইটে পাওয়া যাবে। আমরা প্রথমবারের মতো এ ব্যাপারে স্পষ্ট অডিও লেকচার নিয়ে এলাম। আশা করি ভালো লাগবে। কারও যদি এ ব্যাপারে আপত্তি আমাদের জানান তবে আমরা এ ব্যাপারে বিস্তারিত জওয়াব দেয়ার চেস্টা করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, সবার কথাই গ্রহণযোগ্য কুরআন সুন্নাহর সাথে মিললে। আবার সবার কথাই বর্জনীয় কুরআন সুন্নাহর বিপরীত হলে। আল্লাহ আমাদের হাক্ব পথ দান করুন।
The best site for muslim